প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের বৈঠক

সংকট মোকাবেলায় মজবুত করতে হবে জাতীয় ঐক্য : সম্মিলিত মতামত

মুনা নিউজ ডেস্ক | ২৩ জুলাই ২০২৫ ০৮:৩৩

ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

দেশের আইনশৃঙ্খলাসহ চলমান পরিস্থিতি নিয়ে রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। চারটি রাজনৈতিক দলের নেতারা এ বৈঠকে অংশ নেন। বৈঠকে উত্তরার মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়। এ ঘটনায় আহতদের চিকিৎসার পাশপাশি নিহতদের পরিবারকে সহায়তা দেয়ার কথা আলোচনা হয়েছে।

এছাড়া দুর্ঘটনাটিকে পুঁজি করে পতিত ফ্যাসিবাদ সুযোগ নেয়ার চেষ্টা করছে বলেও বৈঠকে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত সকলে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান পুনর্ব্যাক্ত করেন। বলেন, নিজেদের মধ্যে মতবিরোধ থাকলেও আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে কোনো ধরনের নমনীয়তার সুযোগ নেই। এছাড়াও নির্বাচনের প্রস্তুতি ও লেভেল প্লেয়িং ফিল্ড নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে।

মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিএনপির পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, জামায়াতে ইসলামীর পক্ষে দলটির নায়েবে আমীর আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, জাতীয় নাগরিক পার্টির পক্ষে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন ও যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান অংশ নেন। বৈঠকে উপদেষ্টাদের মধ্যে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সি আর আববার, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলগুলো যে ঐক্যবদ্ধ আছে, তা দৃশ্যমান করতে দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অন্যদিকে দলগুলো জানায়, সবাই আমরা ঐক্যবদ্ধভাবে বলেছি যে আমরা অবশ্যই সরকারের পাশে অতীতেও ছিলাম, এখনো আছি, সামনেও ইনশাআল্লাহ এই সরকারের পাশে থাকবো।

আসিফ নজরুল বলেন, যতগুলো রাজনৈতি দল আজকে কথা বলেছে সবাই একমত হয়েছে যে, ফ্যাসিবাদিরোধী প্রশ্নে রাজনৈতিক দলগুলো একমত। এ বিষয়ে তাদের মধ্যে কোনো বিরোধ নেই। তিনি বলেন, যতগুলো দল কথা বলেছে, প্রত্যেকেই বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের প্রশ্নে তাদের মধ্যে কোনো মতভিন্নতা, কোনো বিরোধ নেই। আলোচনায় সবাই ফ্যাসিবাদ মোকাবিলার প্রশ্নে ঐক্যবদ্ধ আছেন বলে জানিয়েছে।

উপদেষ্টা আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলগুলো থেকে ২টা বিষয়ের উপরে হাইলাইটস করা হয়েছে। তা হচ্ছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ক্ষেত্রে যেন আমরা আরও শক্ত অবস্থান নেই এবং বিএনপির পক্ষ থেকে বিশেষভাবে বলা হয়েছে নির্বাচনের প্রক্রিয়ার দিকে আমাদের সুষ্ঠভাবে অগ্রসর হওয়া উচিত।

এদিকে বৈঠক শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আরেকবার প্রতিরোধ গড়ে তুলবো। যেখানেই ফ্যাসিবাদ সেখানেই প্রতিরোধ করা হবে। তিনি বলেন, পরিকল্পতিভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার চেষ্টা করা হচ্ছে। আমরা তার নিন্দা জানাচ্ছি।

তাহের বলেন, বিভিন্ন যে ঘটনা ঘটছে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু দুর্বলতা আছে, গোয়েন্দা বাহিনীর দুর্বলতা আছে আমরা তা চিহ্নিত করে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছি। এ সময় নির্বাচনের বেশ আগেই একটা স্থিতিশীল পরিস্থিতি ও লেভের প্লেইং ফিল্ড নিশ্চিতের কথাও বলেন তিনি।

ইসলামী আন্দোলনের যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, অনেকে গুজব ছড়ানোর মাধ্যমে পরিস্থিতির সুযোগ নিতে চাচ্ছে। ফ্যাসিবাদবিরোধী ঐক্য বজায় রাখতে হবে। মতপার্থক্য থাকলেও আওয়ামী ফ্যাসিবাদ পুনর্বাসিত যাতে না হয়, সে বিষয়ে আমরা একমত।

তিনি আরও বলেন, সচিবালয় বার বার আক্রান্ত হচ্ছে। আগেতো এমন হয়নি। এই সরকারের সময় কেন হচ্ছে? সচিবালয়ে প্রশাসনিক বা আইনশৃঙ্খলার কোনও ব্যর্থতা রয়েছে কি না তা খতিয়ে দেখতে সরকারকে বলা হয়েছে। এ সময় নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থতির উন্নতি ও সরকারকে কঠোর হাতে সবকিছু দমন করার আহ্বান জানান তিনি।

 



আপনার মূল্যবান মতামত দিন: