
রাজধানীর সোহ্রাওয়ার্দী উদ্যানে শনিবারের জাতীয় সমাবেশে বক্তব্য দেয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান। এরপর ধানমণ্ডি ইব্নে সিনা হাসপাতালে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ওইদিন রাতেই বাসায় ফিরে যান তিনি। ডাক্তারের পরামর্শে রোববার বাসায় বিশ্রামে ছিলেন।
এজন্য রোববার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে আমীরের সৌজন্য সাক্ষাতের নির্ধারিত কর্মসূচি বাতিল করা হয়। জামায়াতের প্রচার শাখা থেকে এই তথ্য জানানো হয়েছে।
এদিকে জামায়াত আমীরকে দেখতে তার বাসায় যান অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। গতকাল দুপুরে তিনি জামায়াত আমীরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।
এ সময় উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর ফখরুল ইসলাম এবং ঢাকা মহানগর উত্তরের মেডিকেল থানা আমীর ডা. খালিদুজ্জামান।
খবর নিলেন সেনাপ্রধান
জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার বিকালে আমীর ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, জামায়াত আমীরের খোঁজ নিতে সেনাপ্রধান তাকে ফোন দিয়েছেন।
পোস্টে বলা হয়, ‘আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এর অসুস্থ হওয়ার খবর শুনে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ফোন করে শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আমীর।
এর আগে বিএনপি মহাসচিব, খেলাফত মজলিসের আমীর মাওলানা আবদুল বাছিত আজাদও জামায়াত আমীরকে দেখতে যান। ইসলামী আন্দোলনসহ সমমনা কয়েকটি দলের নেতারা জামায়াত আমীরকে দেখতে যান এবং তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।
আপনার মূল্যবান মতামত দিন: