ড. আলী রীয়াজের নেতৃত্বে সংবিধান সংস্কারে পূর্ণাঙ্গ কমিশন গঠন

মুনা নিউজ ডেস্ক | ৭ অক্টোবর ২০২৪ ১২:৫১

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

অধ্যাপক ড. আলী রীয়াজকে প্রধান করে বাংলাদেশের সংবিধান সংস্কারের পূর্ণাঙ্গ কমিশন গঠন করেছে সরকার। কমিশনে লেখক ও আইন পেশার আরো আটজনকে সদস্য করা হয়েছে।

৭ অক্টোবর, সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পরে প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশিত হয়।

কমিশনের সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক সুমাইয়া খায়ের ও অধ্যাপক মুহাম্মদ ইকরামুল হক, ব্যারিস্টার ইমরান সিদ্দিকী, সুপ্রিম কোর্টের আইনজীবী শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, লেখক ফিরোজ আহমেদ, লেখক ও মানবাধিকারকর্মী মো. মুস্তাইন বিল্লাহ এবং মো. মাহফুজ আলম। এর মধ্যে শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে মাহফুজ আলমকে রাখা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: