আইসিসির ভারতীয় কর্মকর্তার ভিসা নাকচ করল বাংলাদেশ : রিপোর্ট

মুনা নিউজ ডেস্ক | ১৭ জানুয়ারী ২০২৬ ১৪:১৩

ফাইল ছবি ফাইল ছবি
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের মধ্যে তৈরি হওয়া ভেন্যু জটিলতা কাটাতে (শনিবার) ঢাকা যাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতিনিধি। মূলত নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতে ম্যাচ খেলতে বিসিবির অনীহার বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখতে ও সরাসরি আলোচনা করতেই এই ঝটিকা সফর। 
 
আইসিসি থেকে শুরুতে দুজন প্রতিনিধির আসার কথা থাকলেও ভিসা জটিলতায় একজন যেতে পারছেন না। বিসিবি সূত্রে জানা গেছে, আইসিসির যে ভারতীয় কর্মকর্তার আসার কথা ছিল, তাকে বাংলাদেশ ভিসা দেয়নি।
 
ফলে একাই ঢাকায় যাবেন আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা বিভাগের প্রধান এন্ড্রু এফগ্রেভ।
 
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিশ্বকাপ। সূচি অনুযায়ী, ‘সি’ গ্রুপে থাকা বাংলাদেশের সবকটি ম্যাচ ভারতের কলকাতা ও মুম্বাইয়ে হওয়ার কথা। তবে নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করে ৪ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানানো হয়েছে যে, বাংলাদেশ ভারতে গিয়ে খেলবে না। এর পরিবর্তে গ্রুপ পুনর্বিন্যাস করে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের জোরালো দাবি জানিয়েছে বিসিবি।
 
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আইসিসি প্রতিনিধির সঙ্গে বোর্ড ও সরকারের একাধিক পর্যায়ে বৈঠক হতে পারে। তিনি পুনরায় স্পষ্ট করেছেন, শ্রীলঙ্কায় খেলার দাবিতে বাংলাদেশ অবস্থান বদলাবে না।
 
এদিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, আইসিসি প্রতিনিধির সঙ্গে বিশ্বকাপ সংক্রান্ত বৈঠক হবে।
 
তবে এই আলোচনার চূড়ান্ত সিদ্ধান্ত এবং ভেন্যু পরিবর্তনের বিষয়টি শেষ পর্যন্ত সরকারপ্রধানের অনুমোদনের ওপর নির্ভর করতে পারে।
 
যদি বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত থাকে, তবে ‘সি’ গ্রুপ থেকে আয়ারল্যান্ডের জায়গায় বাংলাদেশকে ‘বি’ গ্রুপে অন্তর্ভুক্ত করার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তর করা সম্ভব হবে। তবে এর জন্য আইসিসির বোর্ড সভার অনুমোদনের প্রয়োজন পড়বে।
 
উল্লেখ্য, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশের প্রথম ম্যাচ ৯ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হওয়ার কথা ছিল।
 
ভারতের নিরাপত্তা ঝুঁকি নিয়ে বিসিবির নিজস্ব বিশ্লেষণ ও গাইডলাইন ইতিমধ্যেই আইসিসির শীর্ষ কর্মকর্তাদের কাছে ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আজকের বৈঠকের পর এই সংকট নিরসনে নতুন কোনো বার্তা আসে কি না, সেদিকেই তাকিয়ে ক্রিকেট বিশ্ব।


আপনার মূল্যবান মতামত দিন: