যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদের সাথে তারেক রহমানের ভার্চুয়াল সংলাপ: গুরুত্ব পেল দ্বিপাক্ষিক অর্থনীতি

মুনা নিউজ ডেস্ক | ১৬ জানুয়ারী ২০২৬ ১৬:১৫

 ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে নবনির্বাচিত ট্রাম্প প্রশাসনের বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে এক অনলাইন বৈঠকে মিলিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার সকালে রাজধানীর গুলশানে অবস্থিত নিজ কক্ষ থেকে তিনি এই বিশেষ আলোচনায় অংশগ্রহণ করেন।

বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের পক্ষে নেতৃত্ব দেন জেমিসন গ্রিয়ার। বিএনপির চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জানান যে, দুই দেশের মধ্যকার আমদানি-রপ্তানি শুল্ক, বাণিজ্যিক বাধা দূরীকরণ এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক অংশীদারিত্ব নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

উক্ত সভায় তারেক রহমানের সাথে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষে সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ এবং পরিচালক এমিলি অ্যাশবি আলোচনায় অংশ নিয়ে নিজ নিজ দেশের অর্থনৈতিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।



আপনার মূল্যবান মতামত দিন: