ফাইল ছবি
ওয়েব-ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি ক্লাউডফ্লেয়ার-এ বিশ্বব্যাপী বড় ধরনের বিভ্রাট দেখা দেওয়ায় এক্স (সাবেক টুইটার) ও চ্যাটজিপিটি সহ বহু জনপ্রিয় ইন্টারনেট প্ল্যাটফর্ম অচল হয়ে পড়েছিল। মঙ্গলবার ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে, জানিয়েছে রয়টার্স।
প্রায় এক-পঞ্চমাংশ ওয়েব ট্রাফিক পরিচালনাকারী ক্লাউডফ্লেয়ার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় সকাল ৬:৪০ মিনিটে অভ্যন্তরীণ সেবা সমস্যার তদন্ত শুরু করা হয়। সমস্যার সমাধানের জন্য একটি ফিক্স প্রয়োগ করা হয়েছে, তবে পুরোপুরি পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত কিছু গ্রাহক এখনও সমস্যার মুখে পড়তে পারেন।
এটি সাম্প্রতিক সময়ের অনলাইন পরিষেবাগুলোর ওপর আরেকটি বড় ধাক্কা। গত মাসে অ্যামাজনের ক্লাউড সেবা বিভ্রাটে বিশ্বজুড়ে হাজারো জনপ্রিয় ওয়েবসাইট ও অ্যাপ—যেমন স্ন্যাপচ্যাট, রেডিট—অচল হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল।
প্রিমার্কেট ট্রেডিংয়ে প্রায় ৫ শতাংশ শেয়ারদর কমে যাওয়া ক্লাউডফ্লেয়ার বিশ্বের বৃহত্তম নেটওয়ার্কগুলোর একটি পরিচালনা করে, যা ওয়েবসাইট ও অ্যাপগুলোকে দ্রুত লোড হতে এবং অনলাইনে থাকতে সহায়তা করে—ট্রাফিক চাপ ও সাইবার হামলা থেকে সুরক্ষা প্রদান করে।
এক্স, ওপেনএআই, ডাউনডিটেক্টর, স্পটিফাই, ক্যানভা, পেপ্যালসহ বহু সাইটে লোডিং সমস্যা ও অচলাবস্থার খবর পাওয়া গেছে।
তবে ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, ক্লাউডফ্লেয়ারের বিভ্রাট সংক্রান্ত রিপোর্ট সকাল ৮টার দিকে কমে ৬০০–এ নামলেও সর্বোচ্চ পর্যায়ে তা প্রায় ৫,০০০ ছিল। ব্যবহারকারীদের জমা দেওয়া রিপোর্টের ওপর ভিত্তি করে এই সংখ্যা নির্ধারিত হওয়ায় প্রকৃত ক্ষতিগ্রস্তের সংখ্যা ভিন্ন হতে পারে।
ক্লাউডফ্লেয়ার এক বিবৃতিতে জানিয়েছে, “ইউটিসি সময় ১১:২০ মিনিটে আমাদের একটি সেবায় অস্বাভাবিক ট্রাফিক দেখা যায়। এতে ক্লাউডফ্লেয়ারের নেটওয়ার্কের মাধ্যমে যাওয়া কিছু ট্রাফিকে ত্রুটি দেখা দেয়। আমরা পুরো দল নিয়ে নিশ্চিত করছি যেন সব ট্রাফিক স্বাভাবিকভাবে চলতে পারে।”
এক্স ও চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে পারেনি।
ক্লাউডফ্লেয়ার কী?
ক্লাউডফ্লেয়ার হলো একটি বৈশ্বিক ওয়েব-ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি, যা ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশনকে দ্রুত, নিরাপদ এবং কার্যকরভাবে চলতে সহায়তা করে। এটি মূলত একটি কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক (CDN) হিসেবে কাজ করে—বিশ্বজুড়ে সার্ভারগুলোতে ওয়েব কনটেন্ট সংরক্ষণ করে লোডিং সময় কমায় এবং DDoS হামলাসহ সাইবার হুমকি থেকে রক্ষা করে।
এছাড়া ক্লাউডফ্লেয়ার 1.1.1.1 নামে দ্রুতগতির পাবলিক DNS সেবা এবং অ্যাপ তৈরি ও ডিপ্লয়মেন্টের জন্য একটি ডেভেলপার প্ল্যাটফর্মও সরবরাহ করে। বাংলাদেশের ই-কমার্স থেকে ফিনটেক খাত পর্যন্ত ডিজিটাল অর্থনীতি দ্রুত বিস্তৃত হওয়ায়, অনলাইন সেবা আরও দ্রুত, নির্ভরযোগ্য ও সুরক্ষিত রাখতে ক্লাউডফ্লেয়ারের ভূমিকা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
আপনার মূল্যবান মতামত দিন: