লেবাননের ভেতরে দেয়াল তৈরি করেছে ইসরাইল: জাতিসংঘ

মুনা নিউজ ডেস্ক | ১৫ নভেম্বর ২০২৫ ১৮:৪৮

৬ নভেম্বর ইসরাইল-লেবানন সীমান্তে জাতিসংঘের যানবাহন চলাচল করছে। ছবি: রয়টার্স ৬ নভেম্বর ইসরাইল-লেবানন সীমান্তে জাতিসংঘের যানবাহন চলাচল করছে। ছবি: রয়টার্স

লেবাননের ভূখণ্ডে ইসরাইলি সেনারা দেয়াল তৈরি করেছে বলে জানিয়েছে জাতিসংঘ। গত মাসে জাতিসংঘে লেবাননের অন্তর্বর্তীকালীন শান্তি রক্ষা বাহিনী (ইউনিফিল) পরিচালিত এক জরিপে দেখা গেছে, দক্ষিণ-পশ্চিম লেবাননের ইয়রুন এলাকায় জাতিসংঘের নির্ধারিত ‘ব্লু লাইন’ অতিক্রম করে দেয়াল নির্মাণ করেছে ইসরাইলি বাহিনী।

শুক্রবার (১৪ নভেম্বর) জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
ব্লু লাইন হলো জাতিসংঘ নির্ধারিত একটি রেখা, যা লেবাননকে ইসরাইল ও ইসরাইল অধিকৃত গোলান মালভূমি থেকে পৃথক করেছে।

এক বিবৃতিতে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ইসরাইলের তৈরি কংক্রিটের টি-আকৃতির দেয়ালের কারণে প্রায় ৪ হাজার বর্গমিটারের বেশি জমি লেবাননের স্থানীয় মানুষের জন্য ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে।

এছাড়া ইয়রুনের দক্ষিণ-পূর্ব দিকে আরও একটি দেয়াল নির্মাণ করা হচ্ছে, যা এরইমধ্যে ব্লু লাইন অতিক্রম করেছে।
মহাসচিবের মুখপাত্র আরও বলেন, শান্তিরক্ষীরা ইসরাইলি সেনাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছে এবং দেয়াল সরানোর দাবি জানিয়েছে।

এক বিবৃতিতে ইউনিফিল জানিয়েছে, ইসরাইলের লেবাননের ভূখণ্ডে উপস্থিতি ও দেয়াল নির্মাণ লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে এবং এটি নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাবনাও ভঙ্গ করছে।

তবে জাতিসংঘের এই অভিযোগ অস্বীকার করেছে ইসরাইলি সেনাবাহিনী। সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, ‘এই দেয়াল আইডিএফের বৃহত্তর পরিকল্পনার অংশ, যার নির্মাণকাজ ২০২২ সালে শুরু হয়। যুদ্ধ শুরুর পর অর্জিত অভিজ্ঞতার ভিত্তিতে উত্তর সীমান্তে প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করতে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি।’

ইউনিফিল’র ওয়েবসাইট অনুযায়ী, ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত এই শান্তিরক্ষী বাহিনী লিতানি নদী থেকে দক্ষিণে ব্লু লাইন পর্যন্ত এলাকায় কার্যক্রম পরিচালনা করে। মিশনটিতে ৫০টি দেশের ১০ হাজারের বেশি শান্তিরক্ষী ও প্রায় ৮০০ বেসামরিক কর্মকর্তা কর্মরত আছেন।



আপনার মূল্যবান মতামত দিন: