ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ করতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তবে তিনি জানিয়েছেন, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার জন্য রাশিয়ার স্বার্থকে বিবেচনায় নিতে হবে।
ল্যাভরভ বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও আমি নিয়মিত যোগাযোগের প্রয়োজনীয়তা বুঝি।
ইউক্রেন ইস্যু নিয়ে আলোচনা এবং দ্বিপক্ষীয় কর্মসূচি এগিয়ে নিতে এটি গুরুত্বপূর্ণ। সেই কারণেই আমরা টেলিফোনে যোগাযোগ রাখি এবং প্রয়োজনে মুখোমুখি বৈঠক করতেও প্রস্তুত।’
এর আগে, গত শুক্রবার ক্রেমলিন এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ল্যাভরভের সম্পর্কের টানাপড়েনের গুজব ভিত্তিহীন।
সম্প্রতি পুতিন ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রস্তাবিত শীর্ষ বৈঠক স্থগিত হওয়ার পর এ ধরনের গুজব ছড়ায়।
এদিকে রয়টার্সসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ল্যাভরভের মন্ত্রণালয় একটি বার্তা পাঠানোর পর ওয়াশিংটন নতুন শীর্ষ বৈঠকটি বাতিল করে। সেই বার্তায় বলা হয়েছিল, ইউক্রেন ইস্যুতে মস্কো তাদের দাবিতে ছাড় দিতে প্রস্তুত নয়।
ব্রিটেনের ফিন্যান্সিয়াল টাইমস একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ল্যাভরভের রুবিওর সঙ্গে কথোপকথনই ওয়াশিংটনকে বৈঠকটি থেকে বিরত রাখে।
আপনার মূল্যবান মতামত দিন: