গাজায় ইসরাইলের গণহত্যা কি জার্মানি দেখছে না, মের্ৎসকে এরদোয়ানের প্রশ্ন

মুনা নিউজ ডেস্ক | ৩০ অক্টোবর ২০২৫ ২২:১৫

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) আঙ্কারায় জার্মান চ্যান্সেলের ফ্রেডরিখ মের্ৎস ও তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। ছবি: সংগৃহীত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) আঙ্কারায় জার্মান চ্যান্সেলের ফ্রেডরিখ মের্ৎস ও তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। ছবি: সংগৃহীত

গাজায় ইসরাইলের যুদ্ধ বন্ধে তুরস্ক ও জার্মানি যৌথভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছেন তরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) আঙ্কারায় জার্মান চ্যান্সেলের ফ্রেডরিখ মের্ৎসের সঙ্গে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে তুর্কি প্রেসিডেন্ট এ কথা বলেন।

গাজায় ইসরাইলের সাম্প্রতিক হামলার তীব্র সমালোচনা করে জার্মানিকে আরও দৃঢ় অবস্থান নেয়ার আহ্বান জানান এরদোয়ান।

তিনি বলেন, ‘গাজায় হামাসের কাছে বোমা বা পারমাণবিক অস্ত্র নেই, কিন্তু ইসরাইলের আছে। আর তারা গতকাল সেটি গাজায় ব্যবহার করেছে। জার্মানি কি এগুলো দেখতে পাচ্ছে না?’

তিনি আরও বলেন, ‘গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাবশালী দেশ হিসেবে তুরস্ক ও জার্মানি একসঙ্গে কাজ করলে গাজা যুদ্ধের অবসান ঘটানো সম্ভব।’

এরদোয়ান মানবিক সহায়তা সংস্থাগুলোকেও অবিলম্বে সক্রিয় হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘জার্মান রেডক্রস ও তুরস্কের রেড ক্রিসেন্টকে গাজায় গণহত্যা ও ক্ষুধার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

হামাসের বিরুদ্ধে গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যা থেকে ইসরাইল ভয়াবহ হামলা শুরু করে। নেতানিয়াহু বাহিনীর সবশেষ হামলায় গাজায় ৪৬ শিশুসহ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: