শুল্কযুদ্ধ এবং বিরল খনিজ বিরোধের মধ্যে আলোচনায় বসছেন ট্রাম্প এবং শি

মুনা নিউজ ডেস্ক | ২৮ অক্টোবর ২০২৫ ০১:৫৭

ফাইল ছবি ফাইল ছবি
শুল্কযুদ্ধ ও বিরল খনিজ নিয়ে বিরোধের মাঝেই, আলোচনার টেবিলে বসার পথে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এমন ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।
 
দক্ষিণ কোরিয়ায় হতে যাওয়া এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন এপেক সম্মেলন ২০২৫-এ হবে এ আলোচনা। ঐতিহাসিক শহর গিয়ংজুতে, আগামী ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত চলবে এ অনুষ্ঠান।
 
ট্রাম্প ও শি ছাড়াও এতে অংশ নেবেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি, পেরুর প্রেসিডেন্ট হোসে জেরি'সহ অনেক বিশ্বনেতা।
 
অন্যদিকে সিএনএন জানিয়েছে, ট্রাম্প ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের মধ্যে সম্ভাব্য এক বৈঠক নিয়ে গোপন আলোচনা করছেন কর্মকর্তারা। যা হতে পারে ট্রাম্পের এশিয়া সফরের সময়ই।


আপনার মূল্যবান মতামত দিন: