লুভর জাদুঘরে চুরি, বন্ধ ঘোষণা; তদন্তে পুলিশ

মুনা নিউজ ডেস্ক | ১৯ অক্টোবর ২০২৫ ১৮:৩৭

ফাইল ছবি ফাইল ছবি

ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত বিশ্ববিখ্যাত লুভর জাদুঘরে বড় ধরনের একটি চুরির ঘটনা ঘটেছে। রোববার সকালে জাদুঘর খোলার সময় এই চুরির ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফ্রান্সের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাশিদা দাতি।

এক্স (পূর্বে টুইটার)–এ দেওয়া এক পোস্টে মন্ত্রী জানান, তিনি ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

জাদুঘরের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, "ব্যতিক্রমী কারণে" জাদুঘরটি আজ বন্ধ থাকবে। তবে এর চেয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ফরাসি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চোরেরা মূলত লুভরের অ্যাপোলো গ্যালারিতে ঢুকে মূল্যবান গয়নাগাটি চুরি করেছে। এই গ্যালারিতে এখনও ফ্রান্সের রাজমুকুটের অবশিষ্টাংশ সংরক্ষিত আছে। গ্যালারিটি সীন নদীর পাশের অংশে অবস্থিত।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মুখোশ পরিহিত তিন চোর সংস্কারের জন্য ব্যবহৃত একটি মালবাহী লিফট দিয়ে গ্যালারিতে প্রবেশ করে। চোরেরা জানালা ভেঙে ভিতরে ঢুকে এবং মোটর স্কুটারে করে পালিয়ে যায়। এসময় তাদের কাছে করাতও ছিল বলে জানা গেছে।

তবে ঠিক কী কী মূল্যবান সামগ্রী চুরি হয়েছে এবং সেগুলোর আর্থিক মূল্য কত—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিশ্বের সর্বাধিক দর্শকসমাগম হওয়া এই লুভর জাদুঘরেই রয়েছে মোনালিসা-সহ অসংখ্য বিশ্ববিখ্যাত শিল্পকর্ম ও ঐতিহাসিক নিদর্শন।



আপনার মূল্যবান মতামত দিন: