
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন বৈঠক আয়োজনের প্রস্তুতি শুরু করেছে হাঙ্গেরি ও রাশিয়া। এই বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে, জানিয়েছেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজিয়ার্তো।
শুক্রবার এক ফেসবুক পোস্টে সিজিয়ার্তো বলেন, তিনি পুতিনের প্রধান পররাষ্ট্র উপদেষ্টা ইউরি উশাকভের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং বৈঠকের প্রস্তুতি ‘পুরোদমে চলছে’ বলে নিশ্চিত করেছেন।
এর আগে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান জানান, তিনিও শুক্রবার পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন। একই দিনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে কথোপকথন হওয়ার কথা রয়েছে বলে জানান সিজিয়ার্তো।
তিনি আরও বলেন, রাশিয়া–যুক্তরাষ্ট্র বৈঠকের নিরাপত্তা নিশ্চিত করতে হাঙ্গেরি সম্পূর্ণ প্রস্তুত এবং পুতিন যেন নির্বিঘ্নে দেশে আসা–যাওয়া করতে পারেন সে ব্যবস্থাও করা হবে। বৈঠকে মূলত ইউক্রেন যুদ্ধ ও রাশিয়া–যুক্তরাষ্ট্র সম্পর্ক পুনরুদ্ধারের বিষয় নিয়ে আলোচনা হবে।
বৃহস্পতিবার অরবান এক বিবৃতিতে বলেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে এই বৈঠক আয়োজন করতে বুদাপেস্ট প্রস্তুত ও আগ্রহী। এটি বিশ্বের শান্তিপ্রিয় মানুষের জন্য এক বড় সুখবর।
এর আগে বৃহস্পতিবারই ট্রাম্প জানান, তিনি ও পুতিন ফোনে দীর্ঘ সময় কথা বলেছেন—প্রায় দুই ঘণ্টারও বেশি সময় ধরে। ট্রাম্প বলেন, আলোচনাটি ছিল খুবই ফলপ্রসূ, উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
পরে ক্রেমলিনও বৈঠকের প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করে, উশাকভ বলেন, বুদাপেস্টে বৈঠকের প্রস্তাব দেন ট্রাম্প এবং পুতিন তা সঙ্গে সঙ্গে সমর্থন করেন।
এর আগে গত আগস্টে দুই নেতা আলাস্কায় মুখোমুখি বৈঠক করেছিলেন, যেখানে ইউক্রেন যুদ্ধ ও দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারের বিষয়ে আলোচনা হয়। যদিও তাতে বড় কোনো অগ্রগতি হয়নি। যদিও উভয় পক্ষ একে ‘ফলপ্রসূ বৈঠক’ বলে আখ্যা দেয়।
আপনার মূল্যবান মতামত দিন: