শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার নেত্রী মারিয়া মাচাদো

মুনা নিউজ ডেস্ক | ১০ অক্টোবর ২০২৫ ১৭:৩১

মারিয়া কোরিনা মাচাদো | ছবি: সংগৃহীত মারিয়া কোরিনা মাচাদো | ছবি: সংগৃহীত

চলতি বছর নোবেল শান্তি পুরস্কারে পেয়েছেন ভেনেজুয়েলার নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। আজ (শুক্রবার, ১০ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় বিজয়ীর নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি।
নোবেল কমিটি তাদের ঘোষণায় জানিয়েছে, ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিত করতে তার অক্লান্ত পরিশ্রম এবং তান্ত্রিক শাসন থেকে ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তর অর্জনের জন্য তার সংগ্রামকে স্বীকৃতি জানিয়ে মারিয়া করিনা মাচাডোকে এই পুরস্কার প্রদান করা হচ্ছে।

মাচাডোর নেতৃত্ব ও প্রতিশ্রুতিশীল পদক্ষেপ ভেনেজুয়েলার জনগণের জন্য একটি উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে, বিশেষ করে দেশটিতে দীর্ঘকাল ধরে চলমান রাজনৈতিক সংকট ও গণতান্ত্রিক সমস্যার প্রেক্ষাপটে।

এর আগে, গত বছর জাপানি সংগঠন নিহন হিদানকিওকে নোবেল পুরস্কারে ভূষিত হয়। তারা পারমাণবিক বোমা হামলার শিকার মানুষদের প্রতিনিধিত্ব এবং পারমাণবিক অস্ত্র মুক্ত বিশ্ব গড়তে কাজ করে।

সংবাদমাধ্যম বিবিসি জানায়, এ বছর নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেয়া হয় ৩৩৮ জনকে। যারমধ্যে ২৪৪ জন হলেন ব্যক্তি। আর বাকি ৯৪টি মনোনয়ন দেয়া হয়েছে প্রতিষ্ঠান বা সংগঠনকে।

২০১৪ সালে মাত্র ১৭ বছর বয়সে নোবেল পেয়েছিলেন পাকিস্তানের মালালা ইউসুফ। এরপর তার চেয়ে কম বয়সে আর কেউ নোবেলে ভূষিত হয়নি। অপরদিকে ১৯৯৫ সালে ৮৬ বছর বয়সে নোবেল পেয়েছিলেন জোসেফ রোটব্লাট। এছাড়া এখন পর্যন্ত ৩১টি প্রতিষ্ঠান নোবেল পেয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: