পাকিস্তানের সাথে সৌদি আরবের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর, হামলা হলেই যৌথ পদক্ষেপের প্রতিশ্রুতি

মুনা নিউজ ডেস্ক | ১৮ সেপ্টেম্বর ২০২৫ ২০:৫৭

ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদে বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান একটি ‘কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করেছেন। চুক্তি অনুযায়ী, যেকোনো একটি দেশ আক্রান্ত হলে তাকে দুই দেশের ওপর ‘আগ্রাসন’ হিসেবে দেখবে সৌদি আরব ও পাকিস্তান।

দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বহুমুখী সম্পর্ক কৌশলগত সামরিক সহযোগিতা, পারস্পরিক অর্থনৈতিক স্বার্থ ও ইসলামী ভ্রাতৃত্বের ভিত্তিতে গড়ে উঠেছে। পাকিস্তানের জন্য সৌদি আরব আর্থিক সহায়তা ও তেলের একটি গুরুত্বপূর্ণ উৎস।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, রিয়াদের ইয়ামামা প্রাসাদে সৌদি যুবরাজের সাথে বৈঠকে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হয়। এই চুক্তি উভয় দেশের নিরাপত্তা বৃদ্ধি, আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা ও শান্তি অর্জনের জন্য যৌথ প্রতিশ্রুতি বহন করে। এর লক্ষ্য দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার দিকগুলো বিকাশ করা এবং যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ইসলামাবাদ ও রিয়াদের মধ্যে ‘প্রায় আট দশক ধরে চলমান ঐতিহাসিক অংশীদারিত্ব, ভ্রাতৃত্ব ও ইসলামী সংহতির বন্ধন এবং অভিন্ন কৌশলগত স্বার্থ ও ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতার’ ভিত্তিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী কার্যালয়ের তথ্য অনুযায়ী, দুই পক্ষ ও তাদের প্রতিনিধিদল উভয় দেশের মধ্যে ঐতিহাসিক ও কৌশলগত সম্পর্ক পর্যালোচনা করেছে। পাশাপাশি দুই পক্ষের স্বার্থসংশ্লিষ্ট কয়েকটি বিষয়েও পর্যালোচনা করা হয়েছে।

এর আগে, শাহবাজ শরিফ ইয়ামামা প্রাসাদে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান সৌদি যুবরাজ। এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেয়া হয়। পরে সৌদি আরবের যুবরাজের সাথে দ্বিপক্ষীয় বিষয়গুলো নিয়ে বৈঠক করেন তিনি। সফরে শাহবাজ শরিফের সাথে ছিলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেবসহ উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।



আপনার মূল্যবান মতামত দিন: