জাতিসংঘের অধিবেশনের আগে নেতানিয়াহুর অঙ্গীকার : "ফিলিস্তিনি রাষ্ট্র থাকবে না"

মুনা নিউজ ডেস্ক | ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪১

ফাইল ছবি ফাইল ছবি

দখলকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার তিনি প্রকল্প বাস্তবায়নে একটি রূপরেখা চুক্তিতে স্বাক্ষর করেন। 

বিশ্লেষকদের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে পশ্চিম তীর কার্যত দ্বিখণ্ডিত হবে এবং ভবিষ্যতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা প্রায় অসম্ভব হয়ে পড়বে।

জেরুজালেমের পূর্বদিকে অবস্থিত মালে আদুমিম বসতিতে আয়োজিত অনুষ্ঠানে নেতানিয়াহু বলেন, “আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছি—এখানে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত হবে না। এই ভূমি আমাদের।” তিনি আরও জানান, “আমরা এই শহরের জনসংখ্যা দ্বিগুণ করব।”

‘ইস্ট–১’ বা ‘ই–ওয়ান’ নামে পরিচিত প্রকল্পটি ১২ বর্গকিলোমিটার এলাকায় গড়ে তোলা হবে। এতে ৩ হাজার ৪০০ নতুন আবাসন নির্মাণের পরিকল্পনা রয়েছে, যা পশ্চিম তীরকে অধিকৃত পূর্ব জেরুজালেম থেকে বিচ্ছিন্ন করবে এবং ইসরায়েলি বসতিগুলোর মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করবে।

পূর্ব জেরুজালেম ফিলিস্তিনিদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ তারা এটিকেই ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখে। আন্তর্জাতিক আইন অনুযায়ী, ১৯৬৭ সাল থেকে অধিকৃত পশ্চিম তীরে নির্মিত সব ইসরায়েলি বসতি অবৈধ হিসেবে বিবেচিত।

নেতানিয়াহুর পদক্ষেপের প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবু রুদেইনেহ বলেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠাই অঞ্চলের শান্তির মূল চাবিকাঠি। তার মতে, দ্বিরাষ্ট্রীয় সমাধান ‘অনিবার্য’।

ইসরায়েলি বসতিকে আন্তর্জাতিক আইনবিরোধী উল্লেখ করে তিনি পুরো অঞ্চলকে “অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার” জন্য নেতানিয়াহুর প্রতি অভিযোগ আনেন।

 



আপনার মূল্যবান মতামত দিন: