
ফের পাকিস্তানকে পানি না দেয়ার হুমকি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার বলেছেন, যেসব নদীর ওপর ভারতের অধিকার আছে তা থেকে পাকিস্তানকে কোনো পানি দেয়া হবে না। পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে প্রতিবেশী দুই দেশের মধ্যকার উত্তেজনার মাস খানেক পর পানি ইস্যুতে পুনরায় মুখ খুললেন মোদি।
ইতিমধ্যেই সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে দিল্লি। ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থায় ওই চুক্তিতে স্বাক্ষর করে দুই দেশ। তবে দিল্লির ওই পদক্ষেপকে যুদ্ধের উসকানি বলে বিবেচনা করেছে ইসলামাবাদ।
২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামের মনোরম উদ্যানে হামলা চালায় একদল সন্ত্রাসী। এই ঘটনার জন্য একতরফাভাবে পাকিস্তানকে দোষ দেয় ভারত। তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিত করে দেয়া হয়। পরে ১০ মে পাকিস্তানের একাধিক স্থানে হামলা চালায় ভারত।
পাকিস্তানও এর পাল্টা জবাব দিয়েছে। উত্তেজনা যখন তুঙ্গে ওঠে তখন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ সংঘাত থামাতে রাজি হয়েছে। সামরিক অভিযান বন্ধ হলেও বাকযুদ্ধ এখনও চলমান।
এ খবর দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, পাকিস্তান শাসিত কাশ্মীরের কৃষকদের ৮০ শতাংশ পানি সরবরাহ হয় সিন্ধু চুক্তির মাধ্যমে। ভারত থেকে প্রবাহিত তিনটি নদীর পানি পাকিস্তানের অংশে পৌঁছায়। পাকিস্তানের অর্থমন্ত্রী বলেছেন, পানি বন্ধ করে দিলে এর তাৎক্ষণিক কোনো প্রভাব পড়বে না।
আপনার মূল্যবান মতামত দিন: