
ইউক্রেনে যুদ্ধ বন্ধের বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে মস্কো যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ‘ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মস্কো ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি করতে প্রস্তুত। তবে কিছু ব্যাপারে সমন্বয় করা প্রয়োজন।’
স্থানীয় একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, ‘যদি উভয় পক্ষ রাজি থাকে, তবে একটি শান্তি চুক্তিতে পৌঁছা সম্ভব। প্রেসিডেন্ট এটা বিশ্বাস করেন এবং আমরাও মনে করি, আমরা সঠিক পথেই এগোচ্ছি। তবে এ ক্ষেত্রে কিছু নির্দিষ্ট বিষয় সূক্ষ্মভাবে সংশোধন করা প্রয়োজন।’
বিষয়গুলো কী কী, তা স্পষ্ট করে বলেননি রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ।
এদিকে শান্তি চুক্তির কথা বললেও ইউক্রেনে হামলা থামায়নি রাশিয়া। গতকাল রাতেও রাজধানী কিয়েভে ভয়াবহ হামলা চালিয়েছে। এতে অন্তত ১২ জন নিহত ও ৭০ জন আহত হয়েছেন। তার আগের রাতেও অন্তত ৮ জন নিহত হয়েছেন রুশ বাহিনীর বিমান হামলায়।
এসব হামলার পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, এসব হামলা অপ্রয়োজনীয়। এখন সঠিক সময় নয়। আমি এতে মোটেই (কিয়েভে হামলা) খুশি নই। ভ্লাদিমির (রাশিয়ার প্রেসিডেন্ট) থামুন!
আপনার মূল্যবান মতামত দিন: