ফোর্বসের তালিকায় ২০২৫ সালের শীর্ষ ধনী যারা

মুনা নিউজ ডেস্ক | ৫ এপ্রিল ২০২৫ ১২:৪০

ফাইল ছবি ফাইল ছবি

বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। ২০২৫ সালে বিশ্বে ধনকুবেরের সংখ্যা বেড়ে তিন হাজার ২৮ জনে দাঁড়িয়েছে। যা আগের বছরের তুলনায় ২৪৭ জন বেশি।

তালিকায় প্রথম স্থানে রয়েছেন টেসলা ও স্পেস এক্সের মালিক ইলন মাস্ক। তার মোট সম্পত্তির পরিমাণ ৩৪২ বিলিয়ন ডলার। এর পরেই রয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। তার মোট সম্পত্তির পরিমাণ ২১৬ বিলিয়ন ডলার। ২১৫ বিলিয়ন ডলার নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন অ্যামাজনের মালিক জেফ বেজস।

বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন ল্যারি এলিসন ও বার্নার্ড আর্নল্ট এবং পরিবার। তাদের মোট সম্পত্তির পরিমাণ যথাক্রমে ১৯২ ও ১৭৮ ডলার। ৯৪ বছর বয়সী ওয়ারেন বাফেট ১৫৪ বিলিয়ন ডলারের সম্পত্তি নিয়ে তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছেন।

এরপরে আছেন ল্যারি পেজ, সের্গেই ব্রিন, আমানসিও ওর্তেগা ও স্টিভ বলমার। বিশ্বের বিলিয়নিয়ারদের এখন মোট সম্পত্তির পরিমাণ ১৬ দশমিক ১ ট্রিলিয়ন ডলার। যা ২০২৪ সালের তুলনায় প্রায় দুই ট্রিলিয়ন ডলার বেশি।

বিশ্বে সবচেয়ে বেশি ধনকুবের যুক্তরাষ্ট্রে। দেশটিতে ৯০২ জন বিলিয়নিয়ার রয়েছেন। এর পরেই চীনের অবস্থান। দেশটিতে ৫১৬ জন বিলিয়নিয়ার রয়েছে। এক্ষেত্রে ২০৫ জন বিলিয়নিয়ার নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত।

ফোর্বসের প্রতিবেদন অনুসারে বিশ্বের ২৫ জন ধনী ব্যক্তি এবং তাদের মোট সম্পদের তালিকা-

ইলন মাস্ক, ৫৩: ৩৪২ বিলিয়ন ডলার - টেসলা - মার্কিন যুক্তরাষ্ট্র
মার্ক জুকারবার্গ, ৪০: ২১৬ বিলিয়ন ডলার - মেটা - মার্কিন যুক্তরাষ্ট্র
জেফ বেজোস, ৬১: ২১৫ বিলিয়ন ডলার - অ্যামাজন - মার্কিন যুক্তরাষ্ট্র
লরেন্স এলিসন, ৮০: ১৯২ বিলিয়ন ডলার - ওরাকল - মার্কিন যুক্তরাষ্ট্র
বার্নার্ড আর্নল্ট, ৭৬: ১৭৮ বিলিয়ন ডলার - এলভিএমএইচ - ফ্রান্স
ওয়ারেন বাফেট, ৯৪: ১৫৪ বিলিয়ন ডলার - বার্কশায়ার হ্যাথাওয়ে - মার্কিন যুক্তরাষ্ট্র
লরেন্স পেজ, ৫২: ১৪৪ বিলিয়ন ডলার - অ্যালফাবেট - মার্কিন যুক্তরাষ্ট্র
সের্গেই ব্রিন, ৫১: ১৩৮ বিলিয়ন ডলার - অ্যালফাবেট - মার্কিন যুক্তরাষ্ট্র
আমানসিও ওর্তেগা, ৮৯: ১২৪ বিলিয়ন ডলার - জারা - স্পেন
স্টিভেন বলমার, ৬৯: ১১৮ বিলিয়ন ডলার - মাইক্রোসফট - মার্কিন যুক্তরাষ্ট্র
স্যামুয়েল রবসন ওয়ালটন, ৮০: ১১০- ওয়ালমার্ট - মার্কিন যুক্তরাষ্ট্র
জিম ওয়ালটন, ৭৬: ১০৯ বিলিয়ন ডলার - ওয়ালমার্ট - মার্কিন যুক্তরাষ্ট্র
বিল গেটস, ৬৯: ১০৮ বিলিয়ন ডলার - মাইক্রোসফট - মার্কিন যুক্তরাষ্ট্র
মাইকেল ব্লুমবার্গ, ৮৩: ১০৫ বিলিয়ন ডলার - ব্লুমবার্গ - মার্কিন যুক্তরাষ্ট্র
অ্যালিস ওয়ালটন, ৭৫: ১০১ বিলিয়ন ডলার - ওয়ালমার্ট - মার্কিন যুক্তরাষ্ট্র
জেনসেন হুয়াং, ৬২: ৯৮.৭ বিলিয়ন ডলার - এনভিডিয়া - মার্কিন যুক্তরাষ্ট্র
মাইকেল ডেল, ৬০: ৯৭.৭ বিলিয়ন ডলার - ডেল টেকনোলজিস - মার্কিন যুক্তরাষ্ট্র
মুকেশ আম্বানি, ৬৭: ৯২.৫ বিলিয়ন ডলার - রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ - ভারত
কার্লোস স্লিম হেলু, ৮৫: ৮২.৫ বিলিয়ন ডলার - টেলিকম - মেক্সিকো
ফ্রান্সোয়া বেটেনকোর্ট মেয়ার্স, ৭১: ৮১.৬ বিলিয়ন ডলার - ল'ওরিয়াল - ফ্রান্স
জুলিয়া কোচ, ৬২: ৭৪.২ বিলিয়ন ডলার - কোচ - মার্কিন যুক্তরাষ্ট্র
চার্লস কোচ, ৮৯: ৬৭.৫ বিলিয়ন ডলার - কোচ - মার্কিন যুক্তরাষ্ট্র
ঝাং ইয়িমিং, ৪১: ৬৫.৫ বিলিয়ন ডলার - টিকটক - সিঙ্গাপুর
চ্যাংপেং ঝাও, ৪৮: $৬২.৯ বিলিয়ন - ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ - সংযুক্ত আরব আমিরাত
জেফ ইয়াস, ৬৬: $৫৯ বিলিয়ন - বাণিজ্য ও বিনিয়োগ - মার্কিন যুক্তরাষ্ট্র



আপনার মূল্যবান মতামত দিন: