ইরাক-ইরান জয়েন্ট চেম্বার অব কমার্সের চেয়ারম্যান ইয়াহিয়া আলী ইসাহাক জানিয়েছেন, ইরাকের কাছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের যে ২৭০ কোটি ডলার অর্থ পাওনা ছিল তা অবমুক্ত করেছে বাগদাদ সরকার। ইরান থেকে ইরাকে গ্যাস রপ্তানি বাবদ এই বিপুল অংকের অর্থ আটকে ছিল বাগদাদে।
গতকাল ১০জুন, শনিবার আলে ইসাহাক জানান, ইরাকে আটকে থাকা ইরানের এই অর্থের একটি বড় অংশ ইরানি হজ যাত্রীদের জন্য খরচ করা হবে। এছাড়া, দেশের জনগণের জন্য মৌলিক কিছু পণ্য কেনার খাতেও এই অর্থ খরচ করা হবে।
ইরাক-ইরান জয়েন্ট চেম্বার অব কমার্সের চেয়ারম্যান আরো বলেন, ইরাক থেকে ইরানের অর্থ ছাড়ের ফলে ইরানের বাজারে ইতিবাচক প্রভাব পড়বে। কারণ এই অর্থ ইরানের কেন্দ্রীয় ব্যাংকের চাহিদা মেটাবে এবং দেশের জনগণের জন্য প্রয়োজনীয় পণ্য কেনার বিষয়টি নিশ্চিত করবে।
বাস্তবতা হচ্ছে যে, ইরাক থেকে ইরানের এই অর্থ ছাড়ের ঘটনা দেশের বৈদেশিক মুদ্রা বাজারের যে অস্থিতিশীলতা তা স্থিতিশীল করতে উল্লেখযোগ্যভাবে ভূমিকা রাখবে।
সূত্র : পার্সটুডে
আপনার মূল্যবান মতামত দিন: