ইসরায়েলের ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা দিতে বিশ্বের মুসলিম দেশগুলোর প্রতি আহবান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। গাজায় ও লেবাননে ইসরায়েলের চলমান বর্বর হামলার প্রতিবাদে দেশটির বিরুদ্ধে এমন শাস্তি চেয়েছেন তিনি।
গাজায় ইসরায়েলের হামলার এক বছর পূর্তিকে সামনে রেখে ইস্তাম্বুলে গত শনিবার দেশটির ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) এক সভায় বক্তব্য দেন এরদোয়ান।
তিনি বলেন, ইসরায়েলি সরকারের জ্বলন্ত আগুন শুধু এই ভূখণ্ডকেই নয়, আপনাকেও পুড়িয়ে দেবে। আমরা যদি সম্মিলিতভাবে তা নেভাতে না পারি, তাহলে এই আগুন শেষ পর্যন্ত আপনার কাছেও পৌঁছাবে। এরদোয়ান মুসলিম বিশ্বকে ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক ও বাণিজ্যিক পদক্ষেপ গ্রহণের আহবান জানান। তিনি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে আমাদের যত দেরি হবে, রক্তপাত ততই বাড়বে। এরদোয়ান বলেন, ইসরায়েল প্রতিদিনই তার দখলদারি ও আগ্রাসনের নীতির জন্য অজুহাত তৈরি করছে।
ইসরায়েলের কাছে অস্ত্র সরবরাহ নিষিদ্ধের আহবান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। দেশটির গণমাধ্যমে তিনি জানিয়েছেন, বর্তমানে ফ্রান্স ইসরায়েলকে কোনো ধরনের অস্ত্র সরবরাহ করছে না। বর্তমানে লেবাননে ইসরায়েলের হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ম্যাখোঁ বলেছেন, লেবানন আরেকটি নতুন গাজায় পরিণত হতে পারে না। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্টের এমন বক্তব্যে খেপেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
তিনি ম্যাখোঁর মন্তব্যকে ইসরায়েলের জন্য অপমানজনক বলে আখ্যা দিয়েছেন।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা চলছেই। রবিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, একটি মসজিদ ও স্কুলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছে। গতকাল সকালে গাজার দেইর আল-বালাহ এলাকার আল-আকসা হাসপাতালের কাছে ওই মসজিদ ও স্কুলে হামলা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাস্তুচ্যুত বহু মানুষ ওই মসজিদ ও স্কুলে আশ্রয় নিয়েছিল।
হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এক বছর ধরে ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় রক্তের বন্যা বইছে গাজায়। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনি ভূখণ্ডটি। জাতিসংঘের হিসাব অনুযায়ী, সেখানে ধ্বংস হয়ে যাওয়া অট্টালিকাও এখনো দাঁড়িয়ে আছে; কিন্তু ক্ষতিগ্রস্ত এমন ভবনগুলোর ধ্বংসস্তূপের পরিমাণ চার কোটি ২০ লাখ টনেরও বেশি হবে।
সূত্র : বিবিসি, আলজাজিরা
আপনার মূল্যবান মতামত দিন: