জাতিসংঘ ব্যর্থ, বিশ্বকে নেতৃত্ব দিতে অক্ষম : তুরস্ক

মুনা নিউজ ডেস্ক | ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৮:১৪

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

বিশ্বজুড়ে ক্রমবর্ধমান মানবিক সংকট মোকাবেলায় জাতিসংঘ ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বলেন, বৈশ্বিক এই চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘ যথাযথ নেতৃত্ব দিতে অক্ষম প্রমাণিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর, সোমবার নিউইয়র্কে 'ইউএন সামিট অব দ্য ফিউচার' শীর্ষক সম্মেলনে এ কথা বলেন তিনি।

ফিদান বলেন, ‘বিশ্বজুড়ে সংকট ও সংঘাতের সমাধান করার ক্ষমতা আমাদের হ্রাস পাচ্ছে। আয় বৈষম্য এবং অবিচার দিন দিন তীব্রতর হচ্ছে। এই পরিস্থিতিতে ঐতিহাসিক পরীক্ষার মুখে পড়েছে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘ উভয়ই।’

তিনি আরও বলেন, উভয় পক্ষই তাদের যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে।’

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে বিশ্ব নেতৃবৃন্দকে একত্রিত করে নতুন আন্তর্জাতিক ঐকমত্য তৈরির আহ্বান জানান। এই ঐকমত্যের মাধ্যমে বর্তমানকে আরও ভালভাবে উপস্থাপন করা এবং ভবিষ্যতের সুরক্ষা করা সম্ভব হবে বলে তিনি মনে করেন।

বৈশ্বিক সমস্যার কার্যকর সমাধানের জন্য নতুন কাঠামোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন ফিদান। তিনি বলেন, ‘আমাদের আরও ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক এবং কার্যকর বহুপাক্ষিক মডেল প্রয়োজন। এর জন্য জাতিসংঘে, বিশেষ করে নিরাপত্তা পরিষদে ব্যাপক সংস্কার করা প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘প্রকৃতপক্ষে, বিশ্ব পাঁচটির (নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য) চেয়েও বড়।’

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাধারণ পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় গৃহীত প্রস্তাবগুলো নিরাপত্তা পরিষদের কারণে বাস্তবায়ন করা সম্ভব হয় না। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সীমিত সংখ্যক দেশের সমন্বয়ে গঠিত বিশেষ সুবিধাপ্রাপ্ত চক্রের ইচ্ছার উপর ছেড়ে দেওয়া যায় না।’

নতুন প্রযুক্তি, বিশেষ করে ডিজিটালাইজেশন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব তুলে ধরেন তিনি। তিনি বলেন, ‘তুরস্ক গ্লোবাল ডিজিটাল কমপ্যাক্ট গ্রহণকে স্বাগত জানায়, যা ভবিষ্যতের জন্য চুক্তির অন্যতম মৌলিক উপাদান।’

উন্নত এবং উন্নয়নশীল দেশগুলির মধ্যে ডিজিটাল ব্যবধান বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা মনে করি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের এটিই একমাত্র উপায়।’

উল্লেখ্য, তুরস্কের রাষ্ট্রপতি রেজেপ তাইয়্যিপ এরদোয়ান অনেক দিন ধরেই জাতিসংঘে সংস্কারের জন্য চাপ দিয়ে আসছেন। তিনি এক্ষেত্রে মন্তব্য করেন, ‘পৃথিবী পাঁচের চেয়ে বড়।’

 



আপনার মূল্যবান মতামত দিন: