দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

নতুন বিশ্বব্যবস্থা গড়ে তুলতে এসসিও ও ব্রিক্সের ভূমিকা রয়েছে : ইরান

মুনা নিউজ ডেস্ক | ২ জুন ২০২৩ ২১:৩৭

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান : সংগৃহীত ছবি ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান : সংগৃহীত ছবি



ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, একটি নতুন বিশ্বব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও এবং উদীয়মান অর্থনীতির দেশগুলোর সংস্থা ব্রিক্স বিশাল ভূমিকা পালন করতে পারে।

১ জুন,বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার কেপটাউনে স্বাগতিক দেশের পররাষ্ট্রমন্ত্রী নালেদি প্যান্ডোরেরর সঙ্গে সাক্ষাতে এ মন্তব্য করেন। ইরানের শীর্ষ কূটনীতিক বলেন, বিশ্ব ব্যবস্থায় আমূল পরিবর্তন আসতে যাচ্ছে।

চীন, রাশিয়া, উজবেকিস্তান, কাজাখস্তান, কিরঘিজিস্তান ও তাজিকিস্তানকে নিয়ে ২০০১ সালে এসসিও গঠিত হয়। বর্তমানে মূল আট সদস্য এবং তিনটি পর্যবেক্ষক সদস্য নিয়ে এসসিও বিশ্বের সবচেয়ে বড় আঞ্চলিক মার্কেটে পরিণত হয়েছে। ২০২২ সালের মার্চ মাসে ইরান এসওসির সদস্যপদ লাভের আনুষ্ঠানিক আবেদন জানায় এবং ওই বছরের শেষ নাগাদ ইরানকে সংস্থাটিতে অন্তর্ভুক্ত করা হয়।

অন্যদিকে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত সংস্থা ব্রিক্সভুক্ত অঞ্চলে বিশ্বের অর্ধেক জনগণ বসবাস করে। দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে আমির-আব্দুল্লাহিয়ান বলেন, ইরানসহ আরো কিছু দেশকে ব্রিক্সে অন্তর্ভুক্ত করার জন্য সংস্থাটি অবিলম্বে কাজ শুরু করবে বলে তিনি আশা করছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিন ইস্যুতে দক্ষিণ আফ্রিকার ভূমিকার প্রশংসা করেন এবং বলেন, দখলদার ইসরাইলের বিরুদ্ধে নির্যাতিত ফিলিস্তিনি জনগণের পাশে থাকার আলাদা মূল্য রয়েছে।

সাক্ষাতে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী ব্রিক্স সম্মেলনে আমির-আব্দুল্লাহিয়ানের অংশগ্রহণের ভুয়সী প্রশংসা করেন। সম্মেলনটি আজ ২ জুন অনুষ্ঠিত হচ্ছে। তিনি ব্রিক্সে নতুন সদস্য গ্রহণের বিষয়টিকে সমর্থন করেন।

 

সূত্র : পার্সটুডে



আপনার মূল্যবান মতামত দিন: