ইউক্রেনে ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত

মুনা নিউজডেস্ক | ১৬ জুন ২০২৪ ১৩:৫১

ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত



পূর্ব ইউক্রেনে ড্রোন হামলায় একজন রুশ সাংবাদিক নিহত হয়েছেন। যুদ্ধক্ষেত্রের কাছে আরেক সাংবাদিকের মৃত্যুর দুই দিন পর রবিবার তার সংবাদ সংস্থা নিউজআরইউ এ তথ্য জানিয়েছে।

নিউজআরইউ টেলিগ্রামে এক পোস্টে বলেছে, ‘আমাদের সংবাদদাতা নিকিতা সিতসাগি ইউক্রেনীয় সেনাবাহিনীর ড্রোন হামলার সময় নিহত হয়েছেন।’

সংস্থাটি আরো বলেছে, ভুগলেদার শহরের কাছে সেন্ট-নিকোলাস মঠের আশপাশে এই হামলা হয়েছে।


সেখানে তিন মাস ধরে ভয়াবহ যুদ্ধ হচ্ছে।
এর আগে বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের একজন সাংবাদিক দোনেৎস্ক অঞ্চলে যুদ্ধক্ষেত্রের কাছে রুশ নিয়ন্ত্রিত গ্রাম গোলমিভস্কিতে ইউক্রেনীয় ড্রোন হামলায় নিহত এবং অন্য একজন আহত হয়েছেন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ইউক্রেনের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের ওপর হামলা করার অভিযোগ করেছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মাসের শুরুতে বলেছিলেন, ইউক্রেনে সংঘাত শুরুর পর থেকে ‘কমপক্ষে ৩০’ রুশ সাংবাদিক নিহত হয়েছেন।


তার এ দাবির সত্যতা যাচাই করা যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন: