তাইওয়ানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯, নিখোঁজ ৫০

মুনা নিউজ ডেস্ক | ৩ এপ্রিল ২০২৪ ১৮:০৬

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে দ্বীপ রাষ্ট্র তাইওয়ানে। ৭ দশমিক ৪ মাত্রার এ ভূমিকম্পে এখন পর্যন্ত নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ৮০০ জনেরও বেশি। এছাড়াও নিখোঁজ রয়েছেন অর্ধশতাধিক।

এ ভূমিকম্পের কারণে তাইওয়ান ছাড়াও জাপান, ফিলিপাইনসহ প্রতিবেশী দেশগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

৪ এপ্রিল বুধবার স্থানীয় সময় ৭ টা ৫৮ মিনিটে ঘটে এই ভূমিকম্প। তাইওয়ানের পাশাপাশি চীন, ফিলিপাইন ও জাপানেও অনুভূত হয়েছে কম্পণ। এত তাইওয়ানজুড়ে অন্তত ১০০ ভবন ধসে গেছে এবং এসব ভবনের ধ্বংস্তূপের নিচে আটকা পড়েছেন অন্তত ৭৭ জন মানুষ।

আমেরিকান ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, বুধবারের ভূমিকম্পের কেন্দ্র ছিল তাইওয়ানের হুয়ালিয়েন শহরের প্রায় ১৮ কিলোমিটার (১১ মাইল) দক্ষিণে এবং ১৫ দশমিক ৫ কিলোমিটার গভীরে।

ভূতাত্ত্বিক কর্মকর্তারা বলেছেন, বুধবার স্থানীয় সময় সকাল ৭টা ৫৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে এবং ৪ বা তার বেশি মাত্রায় কমপক্ষে নয়টি আফটারশক হয়েছে।

তাইপেয়ের সিসমোলজি সেন্টারের পরিচালক উ চিয়েন ফু বলেছেন ,‘ভূমিকম্পটি ভূমির কাছাকাছি এবং এটি অগভীর। এটি সমগ্র তাইওয়ান ও উপকূলীয় দ্বীপগুলোতে অনুভূত হয়েছে। এটি ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী।’

 

সূত্র : বিবিসি ও আল-জাজিরা।



আপনার মূল্যবান মতামত দিন: