কানাডায় প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার

মুনা নিউজ ডেস্ক | ৫ অক্টোবর ২০২৩ ২৩:২৬

ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

 

কানাডার লিবারেল সংসদ সদস্য গ্রেগ ফার্গাস হাউস অব কমন্সের নতুন স্পিকার নির্বাচিত হয়েছেন। আগের স্পিকার পদত্যাগ করায় তাঁকে নির্বাচিত করা হয়। গত মঙ্গলবার গোপন ব্যালটে ভোটের মাধ্যমে ৩৩৮ সদস্যের হাউস অব কমন্সের স্পিকার নির্বাচিত হন ফার্গাস। তিনি প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি হিসেবে কানাডার পার্লামেন্টের স্পিকার হলেন।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ফার্গাসের জয় সব কানাডীয়, বিশেষ করে তরুণ প্রজন্মের যাঁরা রাজনীতিতে আসতে চান, তাঁদের জন্য অনুপ্রেরণাদায়ক। ১৯৯৩ সালে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে এমপি নির্বাচিত হয়েছিলেন জ্যঁ অগাস্টিন।



আপনার মূল্যবান মতামত দিন: