ছবি : সংগৃহীত
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে রদবদল এনেছেন।
আজ বুধবার নতুন করে পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিয়েছেন তিনি।
সরকারের মুখপাত্র হিরোকাজু মাতসুনো এ কথা জানিয়ে বলেছেন, নতুন পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন সাবেক বিচারমন্ত্রী ইয়োকো কামিকাওয়া। তিনি ইয়োশিমাসা হায়াশির স্থলাভিষিক্ত হয়েছেন। কামিকাওয়া নতুন মন্ত্রিসভার পাঁচজনের মধ্যে একজন নারী।
এদিকে প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসুকাজু হামাদার জায়গায় নতুন মন্ত্রী হয়েছেন মিনোরু কিহারা।
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: