ব্রাজিলে সাইক্লোনে মৃত বেড়ে ৩৬

মুনা নিউজ ডেস্ক | ৮ সেপ্টেম্বর ২০২৩ ০২:৪১

ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

 

প্রবল বৃষ্টির কারণে নেমে আসা ধস ও বন্যায় নাজেহাল ব্রাজিল। সম্প্রতি সাইক্লোনের আঘাত ও ভারী বৃষ্টিতে দেশটির দক্ষিণাঞ্চলে মৃতের সংখ্যা বেড়ে ৩৬ জন হয়েছে। খবর এবিসি নিউজের।

চলতি সপ্তাহে ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রিও গ্র্যান্ডে দে সুল রাজ্যে গ্রীষ্মমন্ডলীয় একটি সাইক্লোন আঘাত হানার পর টানা বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে উপড়ে পড়েছে গাছ-পালা, বিধ্বস্ত হয়েছে ঘর-বাড়ি ও রাস্তা-ঘাট। বন্যায় প্লাবিত হচ্ছে এলাকার পর এলাকা।

এছাড়া, লাজেডো এবং রোকা সেলস শহরও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে উদ্ধার কর্মীদের তৎপরতা চলমান।

মঙ্গলবার এই বৃষ্টি একটু কমলেও বুধ এবং বৃহস্পতিবার ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রোববারের মধ্যে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে ব্রাজিলের আবহাওয়া অফিস জানিয়েছে।

অন্যদিকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেন, ‘রিও গ্রান্ডে ডো সুলের গভর্নর এডুয়ার্ডো লেইটের সঙ্গে কথা হয়েছে। অনুসন্ধান ও উদ্ধার অভিযান তদারকি করতে দুই মন্ত্রীকে পাঠানো হচ্ছে রাজ্যটিতে।’



আপনার মূল্যবান মতামত দিন: