প্রতিবেশী নাইজারে হওয়া অভ্যুত্থানে হস্তক্ষেপ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে পশ্চিম আফ্রিকার আরেক দেশ চাদ। ৪ আগস্ট, শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে বিষয়টি নিশ্চিত করেছে চাদের প্রতিরক্ষামন্ত্রী দাউদ ইয়ায়া ব্রাহীম।
গত ২৬ জুলাই নাইজারে সামরিক অভ্যুত্থান ঘটে। সে সময় দেশটির প্রেসিডেনশিয়াল গার্ডের সদস্যরা প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে আটক করে। তারপর নিজেকে দেশটির শাসক ঘোষণা করেন অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া জেনারেল আবদুরাহমানে তচিয়ানি।
চাদের প্রতিরক্ষামন্ত্রী তার বক্তব্যে পশ্চিম আফ্রিকার আঞ্চলিক ব্লক-ইকোওয়াসের সুরেই কথা বলেছেন। ইকোওয়াস জানিয়েছে, নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে পুনর্বহাল করার একটি সম্ভাব্য পরিকল্পনা তৈরি করছে তারা।
ইকোওয়াস কমিশনার আবদেল-ফাতাউ মুসাহ বলেছেন, আমরা কূটনীতি চালিয়ে যেতে চাই। অভ্যুত্থানকারীদের কাছে এই বার্তাটি পাঠাতে চাই যে তারা যা করেছে তা থেকে সরে আসার একটা সুযোগ দিচ্ছি আমরা।
নাইজার সরকারের জন্য কিছু সহায়তা কর্মসূচি স্থগিত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। নাইজারের প্রেসিডেন্ট এক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার এক সপ্তাহেরও বেশি সময় পর শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এ কথা জানান।
শীর্ষ এই কূটনীতিক এক বিবৃতিতে বলেছেন, নাইজার সরকারের জন্য কিছু বিদেশি সহায়তা কর্মসূচি স্থগিত করেছে আমেরিকান সরকার।
তবে কি ধরনের কর্মসূচি বন্ধ হচ্ছে তা সম্পর্কে বিস্তারিত জানানি পররাষ্ট্রমন্ত্রী।
সূত্র: রয়টার্স
আপনার মূল্যবান মতামত দিন: