ভারতে আস্ত সেতু চুরি

মুনা নিউজ ডেস্ক | ১০ জুলাই ২০২৩ ০৮:৪৬

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি


ভারতের মুম্বাইয়ে আস্ত একটি সেতু চুরির ঘটনা ঘটেছে। শহরের মালাদ এলাকায় ৯০ ফুট দীর্ঘ ৬ হাজার কেজি ওজনের ওই সেতু চুরির অভিযোগে ৪ ব্যক্তিকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। বিদ্যুৎ সঞ্চালন লাইন সরবরাহের জন্য মুম্বাইয়ের পশ্চিম শহরতলিতে একটি নালার ওপর লোহার ওই সেতুটি নির্মাণ করা হয়েছিল। খবর এনডিটিভির।

পুলিশ জানায়, নালার ওপর স্থায়ী সেতু নির্মাণের পর অস্থায়ী লোহার সেতুটি কয়েক মাস আগে ওই এলাকার অন্য একটি স্থানে সরিয়ে নেয়া হয়। কিন্তু পরে অস্থায়ী সেতুটির কোনো হদিস পাওয়া না পাওয়ায় ২৬ জুন নির্মাতা প্রতিষ্ঠান থানায় একটি অভিযোগ করে। পরে পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে সেতু চুরির দায়ে সন্দেহভাজন ৪ জনকে গ্রেফতার করে। চোর দল লোহা কেটে ছয় হাজার কেজি ওজনের সেতুটি চুরি করে নিয়ে যায় বলে জানায় পুলিশ।

বাঙ্গুর নগর থানার এক পুলিশ কর্মকর্তা বলেন, বৈদ্যুতিক তার পার করার জন্য শহরের পশ্চিমে মালাদ এলাকায় নালার ওপর ৯০ ফুট লম্বা ওই লোহার সেতু তৈরি করা হয়েছিল।

পুলিশের কর্মকর্তা আরও বলেন, ওই এলাকায় সিসিটিভি ক্যামেরা না থাকায় পুলিশ আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখে। এতে গত ১১ জুন সেতু এলাকার দিকে বড় একটি গাড়িকে যেতে দেখা যায়। পরে পুলিশ রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে গাড়িটির অবস্থান শনাক্ত করে। ওই কর্মকর্তা বলেন, ওই গাড়িতে লোহা কাটার সরঞ্জাম ছিল। লোহাগুলো কেটে ছয় হাজার কেজি ওজনের সেতুটি চুরি করে নিয়ে যাওয়া হয়।

তদন্তে এই সেতু নির্মাণে যে প্রতিষ্ঠানকে কাজ দেয়া হয়েছিল, সেখানকার এক কর্মীর সংশ্লিষ্টতা খুঁজে পায় পুলিশ। পরে ওই কর্মী ও তাঁর তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি সেতুর চুরি যাওয়া লোহাগুলো উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

সূত্র : এনডিটিভি



আপনার মূল্যবান মতামত দিন: