প্রাণ প্রকৃতি রক্ষায় ১ ডলার, ধ্বংসে ৩০: জাতিসংঘের রিপোর্টে উদ্বেগের চিত্র

মুনা নিউজ ডেস্ক | ২৪ জানুয়ারী ২০২৬ ২১:০৫

ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে প্রকৃতি রক্ষার চেয়ে তা ধ্বংসের পেছনে ৩০ গুণ বেশি অর্থ ব্যয় হচ্ছে। জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) প্রকাশিত ‘স্টেট অব ফাইন্যান্স ফর নেচার ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে এই ভয়াবহ বৈষম্যের চিত্র উঠে এসেছে। রিপোর্টে বলা হয়েছে, বিশ্ব অর্থনীতি প্রকৃতির ওপর নির্ভরশীল হলেও বিনিয়োগের ধারা উল্টো পথে হাঁটছে।

ধ্বংসাত্মক বিনিয়োগের খতিয়ান জাতিসংঘের তথ্যমতে, বর্তমানে প্রকৃতিবিরোধী খাতে বার্ষিক অর্থপ্রবাহের পরিমাণ ৭.৩ ট্রিলিয়ন ডলার। এর মধ্যে একটি বড় অংশ (৪.৯ ট্রিলিয়ন ডলার) আসছে বেসরকারি খাত থেকে, যা মূলত জীবাশ্ম জ্বালানি ও পরিবেশের জন্য ক্ষতিকর শিল্প খাতে ব্যয় হচ্ছে। অন্যদিকে, ২০২৩ সালে বিভিন্ন সরকার ক্ষতিকর কৃষি ও জ্বালানি খাতে প্রায় ২.৪ ট্রিলিয়ন ডলার ভর্তুকি দিয়েছে, যা প্রত্যক্ষভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে।

সমাধান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ বর্তমানে প্রকৃতিভিত্তিক সমাধানে (NbS) বার্ষিক বিনিয়োগ মাত্র ২২০ বিলিয়ন ডলার, যা প্রয়োজনের তুলনায় নগণ্য। প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে, ২০৩০ সালের মধ্যে এই বিনিয়োগ বাড়িয়ে ৫৭১ বিলিয়ন ডলারে উন্নীত করা জরুরি। জাতিসংঘ জোর দিয়ে বলেছে, দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে ক্ষতিকর বিনিয়োগ বন্ধ করে পরিবেশবান্ধব বা ‘নেচার-বেসড সল্যুশনস’-এর দিকে দ্রুত ফিরে আসতে হবে। অন্যথায় বিশ্বের জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষা করা অসম্ভব হয়ে পড়বে।



আপনার মূল্যবান মতামত দিন: