ফাইল ছবি
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগ ‘বোর্ড অব পিস’ বা শান্তি পর্ষদে যোগ দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার এ সংক্রান্ত আমন্ত্রণপত্র তিনি গ্রহণ করেছেন।
নেতানিয়াহুর দপ্তর সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে। আলজাজিরা জানিয়েছে, তাঁর এই যোগদান শান্তি পর্ষদকে আরও বিতর্কিত করবে। কারণ, গাজা উপত্যকায় যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
উদ্যোগটির ধারণা প্রকাশের পর থেকে, কয়েকজন রাষ্ট্রপ্রধানকে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সূত্রের বরাত দিয়ে এর আগে মিডল ইস্ট আই জানিয়েছিল, প্রথমে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে আমন্ত্রণ জানানো হয়। গত রোববার মিসর, ভারত, পাকিস্তান ও সৌদি আরবসহ আরও কয়েকটি দেশও আমন্ত্রণ পাওয়ার কথা জানায়। তারা যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে।
তথাকথিত ‘বোর্ড অব পিস’ এমন এক উদ্যোগ যা বাস্তবায়িত হলে ভবিষ্যতে জাতিসংঘের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। বিভিন্ন স্থানে সংঘাতের মধ্যস্থতাকারী হিসেবেও কাজ করবে। এ সংক্রান্ত নথির বরাত দিয়ে মিডল ইস্ট আই বলছে, বোর্ড অব পিসের চেয়ারম্যান হিসেবে ডোনাল্ড ট্রাম্প বিস্তৃত ক্ষমতার অধিকারী হবেন। তাঁর হাতে কোনো দেশকে সদস্য করা কিংবা অপসারণের ক্ষমতা থাকবে। বোর্ডের কোনো সিদ্ধান্ত তখনই বাতিল হবে, যখন দুই-তৃতীয়াংশ সদস্য বিরুদ্ধে ভোট দেবেন। প্রথম বছরে ১ বিলিয়ন ডলার অবদান রাখার মাধ্যমে কোনো দেশ ৩ বছরের জন্য বোর্ডের সদস্য হতে পারবে।
আপনার মূল্যবান মতামত দিন: