ইরানের নার্গিস মোহাম্মদীর নিঃশর্ত মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের

মুনা নিউজ ডেস্ক | ৬ ডিসেম্বর ২০২৪ ১৮:১৮

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদীকে নিঃশর্ত মুক্তিদানের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। তিনি চিকিৎসার জন্য মুক্তি পেলেও ওয়াশিংটন বলেছে, তাকে কারাবন্দি রাখা কোনোভাবেই উচিত হয়নি।

৫ ডিসেম্বর বৃহস্পতিবার পররাষ্ট্র দফতরের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, ‘নার্গিস মোহাম্মদীর শারিরীক অবস্থা এখনো গভীরভাবে উদ্বেগজনক। এমন পরিস্থিতিতে তাকে আটকে রাখা একেবারেই ঠিক হয়নি।’

পররাষ্ট্র দফতরের মুখপাত্র আরো বলেন, ‘নার্গিসের স্বাস্থ্যের অবনতি ইরানি শাসকদের নির্যাতনের সাক্ষ্য দেয়। আমরা আবারো নার্গিস এবং অন্য রাজনৈতিক বন্দিদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানাই।’

উল্লেখ্য, ৫২ বছর বয়সী নার্গিস মোহাম্মদী ২০২১ সালের নভেম্বর থেকে ইরানে কারারুদ্ধ রয়েছেন। ইরানি নারীদের জন্য বাধ্যতামূলক হিজাব এবং মৃত্যুদণ্ডের বিরুদ্ধে তার সক্রিয় ভূমিকার কারণে তাকে একাধিক মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে।

 

সূত্র : বাসস

 



আপনার মূল্যবান মতামত দিন: