বছরে সাগর থেকে ৬০০ কোটি টন বালু উত্তোলন!

মুনা নিউজ ডেস্ক | ৮ সেপ্টেম্বর ২০২৩ ১৫:০৯

ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

 


প্রতি বছর বিশ্বের সাগর-মহাসাগর থেকে প্রায় ৬ বিলিয়ন টন বা ৬০০ কোটি টন বালু ও পলি তোলা হয়। জাতিসংঘ মঙ্গলবার এমনটি বলেছে। পাশাপাশি সংস্থাটি জীববৈচিত্র্য এবং উপকূলীয় সম্প্রদায়ের ওপর এর বিধ্বংসী প্রভাব নিয়ে সতর্ক করেছে।

সামুদ্রিক পরিবেশ থেকে পলি নিষ্কাশনের ওপর প্রথম বিশ্বব্যাপী ডেটা প্ল্যাটফর্ম চালু করে জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (ইউএনইপি)।


সংস্থাটি সতর্ক করে বলেছে, এর পরিণতি ভয়াবহ। কারণ ড্রেজিংয়ের মাত্রা দিন দিন বাড়ছে।

ইউএনইপির বিশ্লেষণকেন্দ্র গ্রিড-জেনেভার প্রধান প্যাসকেল পিডুজ্জি বলেন, অগভীর সমুদ্র খনন কার্যক্রম এবং ড্রেজিংয়ের পরিবেশগত প্রভাবের মাত্রা উদ্বেগজনক।

তিনি জীববৈচিত্র্যের ওপর এর প্রভাব, সেইসঙ্গে পানির অস্বচ্ছতা এবং সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীদের ওপর শব্দের প্রভাবের দিকে ইঙ্গিত করেন।

নতুন ডেটা প্ল্যাটফর্ম মেরিন স্যান্ড ওয়াচ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সামুদ্রিক পরিবেশে বালু, কাদামাটি, পলি, নুড়ি ও শিলার ড্রেজিং কর্মকাণ্ড পর্যবেক্ষণের পাশাপাশি তথ্য সংগ্রহ করে থাকে।

প্রতি বছর মানবজাতির দ্বারা ব্যবহৃত প্রায় ৫০ বিলিয়ন টন বালু এবং নুড়ির মধ্যে, চার থেকে আট বিলিয়ন টন বিশ্বের মহাসাগর এবং সমুদ্র থেকে আসে।



আপনার মূল্যবান মতামত দিন: