
শাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে একত্রিত হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকে বিশ্ব বাণিজ্যে যুক্তরাষ্ট্রের শুল্কনীতি এবং ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন এই তিন শীর্ষনেতা।
তবে এই আলোচনার কয়েক ঘণ্টা পরেই, ভারতকে লক্ষ্য করে কঠোর বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্যিক সম্পর্ক ‘একতরফা’ এবং ভারত ‘শুল্ক অপব্যবহারকারী’ দেশ।
ট্রাম্প বলেন, তারা (ভারত) আমাদের সঙ্গে বিপুল পরিমাণে ব্যবসা করে, আমাদের দেশে প্রচুর পণ্য রপ্তানি করে। কিন্তু আমরা ভারতের বাজারে খুব কমই প্রবেশ করতে পারি। এটা এখন পর্যন্ত পুরোপুরি একতরফা সম্পর্ক।
রাশিয়ার প্রতি ভারতের ঝুঁকেও অসন্তোষ প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, ভারত তার অধিকাংশ তেল এবং সামরিক সরঞ্জাম রাশিয়া থেকে কেনে। যুক্তরাষ্ট্র থেকে খুব কমই আমদানি করে। যদিও এখন তারা শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছে, কিন্তু তা দেরিতে এসেছে। বহু বছর আগেই এটা করা উচিত ছিল।
ট্রাম্পের এই মন্তব্য এবং ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্কে নতুন করে উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সূত্র : এনডিটিভি।
আপনার মূল্যবান মতামত দিন: