
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র এরিক এডামসের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো ‘বাংলাদেশ হেরিটেজ ডে’। ইস্ট রিভারের পাড়ে মেয়রের সরকারি আবাসিক বাসভবন গ্রেসি ম্যানসনে বৃহস্পতিবার এ অনুষ্ঠান হয়। মেয়রের আমন্ত্রণে বাংলাদেশি কমিউনিটির চার শতাধিক মানুষ এতে অংশ নেন।
বাংলাদেশ হেরিটেজ ডে উপলক্ষে মেয়রের বাসভবনটি সাজানো হয়েছিল বাংলাদেশি সাহিত্য ও সংস্কৃতির আদলে। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে প্রবাসী বাংলাদেশি শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। পাশাপাশি প্রবাসী খ্যাতিমান বেশ কয়েকজনকে অ্যাওয়ার্ড প্রদান করেন মেয়র।
অ্যাওয়ার্ড প্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, সাবেক এমপি ও সাপ্তাহিক ঠিকানার সম্পাদক এম এম শাহিন এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট নুরুল আজিম।
মেয়র এরিক এডামস নিজের সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশি আমেরিকানদের প্রসংশা করেন। পশাপাশি বাংলাদেশি মানুষের অবদান নিউইয়র্ক সিটিকে সমৃদ্ধ করছে বলে জানান তিনি।
নিউইয়র্ক সিটির মেয়র এরিক এডামস সাধারণ মানুষের পাশে দাঁড়ানো একজন বাস্তববাদী, সংগ্রামী ও প্রগতিশীল নেতা। বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির সঙ্গে তার রয়েছে আন্তরিক ও গভীর সম্পর্ক। তিনি বারবার এ কমিউনিটিকে সম্মান ও স্বীকৃতি দিয়ে চলেছেন। তৃতীয় বারের মতো তার সরকারি বাসভবনে বাংলাদেশ হেরিটেজ ডে উদযাপিত হলো।
বাংলাদেশ হেরিটেজ ডে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিনিউটির শাহ নেওয়াজ, আতাউর রহমান সেলিম, কনসাল জেনারেল নাজমুল হুদা, মোহাম্মদ আলী, গিয়াস আহমেদ, নুরুল আজিম, ময়নুল হক চৌধুরী হেলাল, রোকন হাকিম, ফখরুল ইসলাম দেলোয়ার, কাজি আযম, কামরুজ্জামান কামরুল, কামরুল ইসলাম সনি, আব্দুর রশীদ বাবু, বক্সার সেলিম, আহসান হাবিব, নুরে আলম জিকু, জামিল আনসারী, সৈয়দ রাব্বি, আকতার বাবুল, শাহ জে চৌধুরী, শামীম আহমেদ ও নওশাদ হোসেন।
আপনার মূল্যবান মতামত দিন: