
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে টেসলার একটি ডিলারশিপের বাইরে শনিবার শ খানেক বিক্ষোভকারী প্ল্যাকার্ড হাতে নেচেগেয়ে বৈদ্যুতিক গাড়ি নির্মাতাপ্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক ফেডারেল প্রতিষ্ঠানের কর্মী ছাঁটাই করছেন। সরকারের ব্যয় হ্রাস করতে ট্রাম্প প্রশাসন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি (ডিওজিই) নামে নতুন একটি বিভাগ খুলেছেন। এই বিভাগের প্রধানের দায়িত্ব পালন করছেন ইলন মাস্ক।
মাস্কের নেতৃত্বে ডিওজিই এরই মধ্যে এক লাখের বেশি ফেডারেল কর্মীকে ছাঁটাই করেছে। যুক্তরাষ্ট্রে ২০ লাখের বেশি বেসামরিক ফেডারেল কর্মী রয়েছেন।
এ ছাড়া ডিওজিই বিদেশে ত্রাণ তহবিল পাঠানো আটকে দিয়েছে, বাতিল করেছে কয়েক হাজার প্রকল্প ও চুক্তি।
ওয়াশিংটনে টেসলার ডিলারশিপের বাইরে বিক্ষোভ করতে আসা মেলিসা নটসন বলেছেন, ‘আমরা আনন্দের সঙ্গে বেরিয়ে আসছি এবং অন্যদের দেখাতে চাইছি যে তাঁরা একা নন। ’
লস অ্যাঞ্জেলেসসহ যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি শহরেও ইলন মাস্কের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: