নরেন্দ্র মোদিও যোগ দিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের ট্রুথ সোশ্যালে

মুনা নিউজ ডেস্ক | ১৮ মার্চ ২০২৫ ২২:৫৪

ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশ্বের অল্প কয়েকজন নেতা এতে যোগ দিয়েছেন। তার মধ্যে মোদি অন্যতম। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

এতে আরও বলা হয়, ট্রুথ সোশ্যালে সোমবার প্রথম পোস্ট দিয়েছেন মোদি। তিনি ২০১৯ সালে যুক্তরাষ্ট্র সফরকালে টেক্সাসের হিউজটনে ট্রাম্পের সঙ্গে যে ছবি তুলেছিলেন, এদিন তা পোস্ট করেছেন। লিখেছেন, এই প্ল্যাটফরমে এসে তিনি উদ্বেলিত।

উল্লেখ্য, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হন ডোনাল্ড ট্রাম্প। সহিংসতা উসকে দেয়ার অভিযোগে ট্রাম্পকে টুইটার (বর্তমানে এক্স) ও ফেসবুক সহ গুরুত্বপূর্ণ সামাজিক যোগাযোগ মাধ্যম অস্থায়ী সময়ের জন্য নিষিদ্ধ করে। এর পরেই ২০২২ সালের ফেব্রুয়ারিতে ট্রুথ সোশ্যাল নামে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম চালু করেন ট্রাম্প।

মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল প্রায় ৯টা নাগাদ ট্রুথ সোশ্যালে মোদির অনুসারির সংখ্যা দাঁড়ায় ২১ হাজার পাঁচ শ। প্রেসিডেন্ট ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পরেই এই সংখ্যা সর্বোচ্চ। সোমবার ট্রাম্প একটি সাক্ষাৎকারের লিংক শেয়ার করেন। এতে নিজের জীবন চলার পথ, ২০০২ সালে গুজরাট দাঙ্গা এবং চীনের সঙ্গে ভারতের সম্পর্কসহ বিভিন্ন ইস্যুতে পডকাস্টার লেক্স ফ্রিডম্যানের সঙ্গে কথা বলেছেন মোদি।

ট্রুথ সোশ্যালের বেশির ভাগ কাজই এক্সের মতো। এর ব্যবহারকারীরা কোনো পোস্ট ‘ট্রুথস’ অথবা ‘রিট্রুথস’ হিসেবে পোস্ট দিতে পারেন। পাশাপাশি সরাসরি ম্যাসেজও পোস্ট করতে পারেন। এই মাধ্যমে বিজ্ঞাপনকে বলা হয় ‘স্পন্সরড ট্রুথস’।

ট্রুথ সোশ্যালের মালিকানা ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের (টিএমটিজি)। এটাকে ২০২৪ সালের মার্চে পাবলিক কোম্পানি করে দেন ট্রাম্প। বর্তমানে এর শতকরা প্রায় ৫৭ ভাগ শেয়ার আছে তার। কুয়েতে সদরদপ্তর আছে বিনিয়োগ বিষয়ক প্রতিষ্ঠান এআরসি গ্লোবাল ইনভেস্টমেন্টের। তাদের এবং সাবেক অ্যাপ্রেন্টিস প্রতিযোগীদের বেশ কিছু শেয়ার আছে এতে।

উল্লেখ্য, ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্টের অনুসারির সংখ্যা ৯২ লাখ ৮০ হাজার। অন্যদিকে এক্সে তার অনুসারির সংখ্যা ছিল ৮ কোটি ৭০ লাখ।



আপনার মূল্যবান মতামত দিন: