৩ ইস্যুতে হবে ট্রাম্প পুতিন সংলাপ

মুনা নিউজ ডেস্ক | ১৭ মার্চ ২০২৫ ২৩:২৬

ফাইল ছবি ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে মঙ্গলবারের সংলাপে গুরুত্ব পাবে তিন ইস্যু। তা হলো- ইউক্রেনের দখল হয়ে যাওয়া ‘ভূমি’, ‘বিদ্যুৎ কেন্দ্র’ ও সুনির্দিষ্ট কিছু সম্পদ ভাগাভাগি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস অভিযোগ করেছেন, রাশিয়া আসলে শান্তি চায় না। এদিকে এমন পরিস্থিতির মধ্যেও পাল্টাপাল্টি ড্রোন হামলা অব্যাহত রেখেছে রাশিয়া ও ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তিনি দেশটির প্রতিরক্ষামন্ত্রী রুস্তম উমেরভকে সমঝোতাকারী দল গঠনের নির্দেশ দিয়েছেন। তারা ইউক্রেনের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা বিষয়ে অংশীদারদের সঙ্গে লন্ডনে বিস্তারিত আলোচনা করবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলেনস্কি বলেন, ওই দলটি এ সপ্তাহে সামরিক প্রতিনিধিদের মিটিংয়ে অংশগ্রহণ করতে যাবে লন্ডন। মঙ্গলবার ট্রাম্প ও পুতিনের সংলাপ নিয়ে ইতিবাচক মনোভাব পোষণ করার চেষ্টা করছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ৩০ দিনের সাময়িক যুদ্ধবিরতির পরিকল্পনা ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এ বিষয়ে তিনি বলেন, বল এখন রাশিয়ার কোর্টে। সাময়িক ওই যুদ্ধবিরতিতে ইউক্রেন সম্মতি দিলেও রাশিয়া সম্মতি জানায় নি।

এদিকে ডোনাল্ড ট্রাম্প বলছেন, সুুনির্দিষ্ট সম্পদের ভাগাভাগির বিষয়ে রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছেন তিনি। তবে ওই সম্পদ বলতে তিনি কী বুঝাচ্ছেন তা স্পষ্ট নয়। এর মাধ্যমে হয়তো রাশিয়া-ইউক্রেনের মাঝে ভূখণ্ড বিভাজনের কথা বুঝানো হতে পারে। তবে তা অসম্ভব। ইউক্রেন বলছে, দখলকৃত অঞ্চলকে তারা কখনোই রাশিয়ার অংশ হিসেবে মেনে নেবে না।

আবার রাশিয়ার তরফ থেকেও জানানো হয়েছে, পূর্বের চারটি আংশিকভাবে দখলকৃত অঞ্চল সাংবিধানিকভাবে তাদের।



আপনার মূল্যবান মতামত দিন: