৪৩টি দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা সম্প্রসারণের কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

মুনা নিউজ ডেস্ক | ১৫ মার্চ ২০২৫ ১৩:৩১

ফাইল ছবি ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নতুন একটি ভ্রমণ নিষেধাজ্ঞার পরিকল্পনা করছে। সেখানে ৪৩টি দেশের নাগরিকদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপের প্রস্তাব করা হয়েছে।

এটি তার প্রথম মেয়াদের চেয়ে আরো বিস্তৃত নিষেধাজ্ঞা হতে পারে বলে কর্মকর্তারা জানিয়েছেন। তবে এই তালিকায় নেই বাংলাদেশের নাম।

খসড়া তালিকা অনুযায়ী, ‘রেড’ তালিকায় থাকা ১১ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করা হবে। ‘অরেঞ্জ’ তালিকায় থাকা দেশগুলোর ভিসা কঠোরভাবে সীমিত করা হবে। আর ‘ইয়েলো’ তালিকার দেশগুলোর নাগরিকদের ৬০ দিনের মধ্যে নিরাপত্তাসংক্রান্ত শর্ত পূরণের সুযোগ দেয়া হবে।

রেড লিস্টের দেশগুলো হলো আফগানিস্তান, ভুটান, কিউবা, ইরান, লিবিয়া, উত্তর কোরিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া, ভেনেজুয়েলা, ইয়েমেন।

অরেঞ্জ লিস্টে আছে বেলারুশ, ইরিত্রিয়া, হাইতি, লাওস, মিয়ানমার, পাকিস্তান, রাশিয়া, সিয়েরা লিওন, দক্ষিণ সুদান, তুর্কমেনিস্তান।

ইয়েলোর তালিকায় আছে অ্যাঙ্গোলা, অ্যান্টিগুয়া ও বারবুডা, বেনিন, বুরকিনা ফাসো, কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ডোমিনিকা, ইকুয়েটোরিয়াল গিনি, গাম্বিয়া, লাইবেরিয়া, মালাউই, মালি, মৌরিতানিয়া, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সাও টোমে ও প্রিন্সিপে, ভানুয়াতু, জিম্বাবুয়ে।

কূটনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, এই তালিকা এখনো পরিবর্তন হতে পারে এবং চূড়ান্ত অনুমোদনের জন্য হোয়াইট হাউসে পাঠানো হবে।

তবে ট্রাম্প প্রশাসনের এই পরিকল্পনা বিশ্বজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।



আপনার মূল্যবান মতামত দিন: