
যুক্তরাষ্ট্রের পশ্চিম টেক্সাসে হামে আক্রান্ত হয়ে এক শিশু মারা গেছে। রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন। এটি এক দশকের মধ্যে যুক্তরাষ্ট্রে সংক্রামক এই রোগে প্রথম মৃত্যুর ঘটনা। টেক্সাসে হামের প্রাদুর্ভাব শুরুতে সীমিত থাকলেও এখন তা দুই রাজ্যে ছড়িয়ে ১৩০ ছাড়িয়েছে।
‘সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’ এর তথ্যানুযায়ী, দেশটিতে সর্বশেষ ২০১৫ সালে হামে মৃত্যুর ঘটনা ঘটেছিল।
টেক্সাসের স্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে জানায়, টিকা না নেওয়া শিশুটি লুবকের কোভেন্যান্ট চিলড্রেন'স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে মারা যায়।
হাসপাতালটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যামি থম্পসন বলেন, “আমরা অনেক শিশুকে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে আসতে দেখেছি। তবে এত দ্রুত মৃত্যু হবে, সেটির জন্য আমরা প্রস্তুত ছিলাম না।”
বুধবার মন্ত্রিসভার এক বৈঠকে স্বাস্থ্য ও মানবসম্পদ মন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র বলেন, টেক্সাসে হামে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দু'জন মারা গেছে। তবে পরে তার দপ্তর এ তথ্য সংশোধন করে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।
টেক্সাসের স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ফেব্রুয়ারির শুরু থেকে পশ্চিম টেক্সাসে অন্তত ১২৪ জন হামে আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে পাঁচজন বাদে আর কেউই টিকা নেয়নি।
আক্রান্তদের বেশিরভাগই শিশু। এছাড়া, মঙ্গলবার টেক্সাসের কাছে নিউ মেক্সিকোর পূর্বাঞ্চলেও আরও নয়জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। সেখানে প্রায় ১০ টি কাউন্টিতে হাম সংক্রমণ ছড়িয়েছে।
লুবকের কোভেন্যান্ট চিলড্রেন’স হাসপাতালের চিফ মেডিকেল অফিসার লারা জনসন জানান, আক্রান্ত রোগীদের তীব্র জ্বর, চোখ লাল হওয়া, নাক বন্ধ, কাশি এবং মুখে ফুসকুড়ির মতো লক্ষণ দেখা গেছে।
শিশুদের ক্ষেত্রে উচ্চ মাত্রার অক্সিজেন সাপোর্ট, জ্বর কমানোর ওষুধ ও ইনট্রাভেনাস ফ্লুইড দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিউ মেক্সিকোর স্বাস্থ্য বিভাগ সতর্ক করে বলেছে, হাম এতটাই সংক্রামক যে, অতিরিক্ত সংক্রমণ ঘটার আশঙ্কা রয়েছে।
যুক্তরাষ্ট্রের ‘সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’ (সিডিসি) অনুযায়ী, কাশি বা হাঁচি থেকে শ্বাস-প্রশ্বাসের ড্রপলেটের মাধ্যমে হাম ছড়ায় এবং এতে যুক্তরাষ্ট্রে মৃত্যুর হার প্রতি এক হাজার জনের মধ্যে ১ থেকে ৩ জন। সিডিসি-র তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এর আগে সর্বশেষ ২০১৫ সালে হামে মৃত্যুর ঘটনা ঘটেছিল।
টেক্সাস ডিপার্টমেন্ট অব হেলথ সার্ভিস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১৮ জন হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ বিষয়ে সিডিসি এবং স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ মন্তব্যের অনুরোধে কোনও সাড়া দেয়নি।
এ মাসে স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের দায়িত্ব নেওয়ার আগে টিকা কর্মসূচির সমালোচক রবার্ট এফ কেনেডিকে চিকিৎসা প্রতিষ্ঠান ও কংগ্রেসের কিছু সদস্যের বিরোধিতার মুখে পড়তে হয়েছিল।
তবে দায়িত্ব গ্রহণের পর তিনি বিদ্যমান টিকাদান কর্মসূচি রক্ষার প্রতিশ্রুতি দেন। গত সপ্তাহে তিনি সংস্থার কর্মীদের জানান, শৈশবকালীন টিকাদানের সময়সূচি পর্যালোচনা করার পরিকল্পনা রয়েছে তার।
২০০০ সালে যুক্তরাষ্ট্রে হাম নির্মূল ঘোষণা করা হয়েছিল। সাম্প্রতিক বছরগুলোতে ফেডারেল স্বাস্থ্য কর্মকর্তারা হামের প্রাদুর্ভাবের জন্য অভিভাবকদের শিশুদের টিকা না দেওয়ার সিদ্ধান্তকে দায়ী করেছেন।
২০২৪ সালে যুক্তরাষ্ট্রে হাম আক্রান্তের সংখ্যা ২৮৫-তে পৌঁছেছে, যেখানে ২০২৩ সালে মাত্র ৫৯ জন আক্রান্ত হয়েছিল।
টেক্সাসের স্বাস্থ্য কর্মকর্তারা সোমবার জানিয়েছেন, গেইনস কাউন্টির এক সংক্রমিত বাসিন্দা প্রায় ৪০০ মাইল (৬৪৪ কিলোমিটার) দূরে সান আন্তোনিও এবং আশপাশের কয়েকটি এলাকায় ভ্রমণ করায় আরও অনেকের আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: