
ডানপন্থি রাজনৈতিক ভাষ্যকার ও পডকাস্টার ড্যান বোঙ্গিনোকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফবিআই) উপ-পরিচালক নিযুক্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে প্রেসিডেন্ট বলেন, বোঙ্গিনো নতুন এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেলের অধীনে কাজ করবেন। এর আগে নিউ ইয়র্ক পুলিশ বিভাগে কাজ করেছেন বোঙ্গিনো।
তিনি ‘ দ্য ড্যান বোঙ্গিনো শো’ নামে একটি পডকাস্ট পরিচালনা করেন। ওই পডকাস্টের ফেসবুক পোস্টগুলো বেশির ভাগ সময়েই ফক্স নিউজ ও সিএনএনের চেয়ে বেশি মানুষের মনোযোগ আকর্ষণ করে।
এদিকে এক্সে এক পোস্টে ট্রাম্প, অ্যাটর্নি জেনারেল বন্ডি ও এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেলকে ধন্যবাদ জানান বোঙ্গিনো। সোস্যাল মিডিয়ার মাধ্যমে ট্রাম্প জানান, দায়িত্ব পালনের জন্য বোঙ্গিনো তার ‘পডকাস্ট’ ছাড়তে প্রস্তুত।
তিনি আরো বলেন, অতি দ্রুত যুক্তরাষ্ট্রে স্বচ্ছতা, সুবিচার ও আইন পুনরায় ফিরে আসবে। এছাড়া বোঙ্গিনো এফবিআইয়ের জন্য চমৎকার কাজ করবে বলেও মন্তব্য করেন ট্রাম্প। গত বছরের নির্বাচনের আগে বোঙ্গিনো তার পডকাস্ট শো’তে ট্রাম্পকে আমন্ত্রণ জানান। নির্বাচনের আগে শেষ সপ্তাহে তার পডকাস্ট শো’তে ‘যারা অপরাধ ভালোবাসেন তারা অপরাধী’ শিরোনামে এপিসোড প্রকাশিত হয়।
বোঙ্গিনোকে প্রায়শই দেখা যায় এক্সে ট্রাম্পের বিরোধীদেরকে তুলোধোনা করতে। এর মধ্যে লেখক স্টিফেন কিং অন্যতম, যার সঙ্গে তার দীর্ঘ দিনের বিরোধিতা আছে।
এদিকে ড্যান বোঙ্গিনোকে নিয়োগ দেয়ায় সতর্ক করেছে ডেমোক্রেটরা। ট্রাম্পের শত্রুদের বিরুদ্ধে বোঙ্গিনো প্রতিশোধ নেবেন বলে সতর্ক করেছেন তারা।
আপনার মূল্যবান মতামত দিন: