অর্থ দপ্তরের নথিতে মাস্কের প্রবেশাধিকারে বাধা দিল আদালত

মুনা নিউজ ডেস্ক | ৮ ফেব্রুয়ারি ২০২৫ ২১:০০

ফাইল ছবি ফাইল ছবি

ইলন মাস্কের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি (ডিওজিই) সংস্থাকে অর্থ বিভাগের নথিতে থাকা লাখ লাখ মানুষের ব্যক্তিগত আর্থিক তথ্য সংগ্রহে বাধা দিয়েছেন একজন বিচারক। যুক্তরাষ্ট্রের জেলা বিচারক পল এ. এঙ্গেলমায়ার শনিবার (৮ ফেব্রুয়ারি) এক প্রাথমিক নিষেধাজ্ঞায় মাস্ক ও তার টিমের হস্তগত হওয়া যে কোনো অনুলিপি ধ্বংস করার নির্দেশ দিয়েছেন।

এর আগে যুক্তরাষ্ট্রের ১৯টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেন। সেখানে তারা অভিযোগ করেছেন, ডিওজিই সরকারের কোনো আনুষ্ঠানিক দপ্তর বা সংস্থা নয়। ফলে যুক্তরাষ্ট্রের ‘বিশেষ সরকারি কর্মী’ মাস্ককে এসব নথির অ্যাক্সেস দেওয়ার মাধ্যমে আইন লঙ্ঘন হচ্ছে।

হোয়াইট হাউজ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা ইলন মাস্কের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিচারক এঙ্গেলমায়ারের আদেশে উল্লেখ করা হয়েছে, নতুন নীতির ফলে সংবেদনশীল ও গোপন তথ্য ফাঁসের ঝুঁকি বাড়ছে এবং সিস্টেমগুলো হ্যাকিংয়ের ঝুঁকির মুখে পড়েছে। আদেশে বলা হয়েছে, অর্থ বিভাগের ব্যক্তিগত বা গোপন তথ্য সম্বলিত নথিগুলোতে প্রবেশাধিকার কেবল সংশ্লিষ্ট সরকারি কর্মচারীদের জন্য সীমিত থাকবে, যারা ব্যাকগ্রাউন্ড যাচাই প্রক্রিয়ার মাধ্যমে অনুমোদন পেয়েছেন।

আদেশে আরও বলা হয়েছে, যাদের অ্যাক্সেস বাতিল করা হয়েছে, তাদের অবিলম্বে যে কোনো অনুলিপি ধ্বংস করতে হবে। এই নিষেধাজ্ঞা অন্তত আগামী ১৪ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি পর্যন্ত বহাল থাকবে।

প্রযুক্তি জগতের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব ইলন মাস্ক প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সরকারি ব্যয়ের কাটছাঁটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তার নেতৃত্বাধীন ডিওজিই এরই মধ্যে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) কার্যক্রম বন্ধের উদ্যোগ নিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: