একটুর জন্য বেঁচে গেল এফ/এ-১৮ যুদ্ধবিমান

মুনা নিউজ ডেস্ক | ২৭ ডিসেম্বর ২০২৪ ১৯:১২

ফাইল ছবি ফাইল ছবি

মাত্র কয়েকদিন আগেই নিজেদের একটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে নৌবাহিনী। যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সেদিন অল্পের জন্য বেঁচে গেছে আরেকটি যুদ্ধবিমান।

বুধবার আন্তর্জাতিক একটি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

লোহিত সাগরে থাকা যুদ্ধজাহাজ ইউএসএস গেটিসবার্গ থেকে ছোড়া দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি নৌবাহিনীর এফ/এ-১৮ সুপার হর্নেট জঙ্গিবিমানের পিছু নেয়। এ সময় জঙ্গিবিমানটি বিমানবাহী রণতরী হ্যারি এস ট্রুম্যানে অবতরণের জন্য প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সে সময় একটি ভূমি থেকে আকাশে নিক্ষেপ যোগ্য এসএম-২ ক্ষেপণাস্ত্র জঙ্গিবিমানটির ১০০ ফুট দূরত্বে চলে আসে, বিষয়টি টের পাওয়ার সঙ্গে সঙ্গে পাইলট ক্ষেপাস্ত্রটিকে দ্রুত গতিতে পাশ কাটিয়ে যায়, যদিও একই ধরনের ক্ষেপণাস্ত্রে আরেকটি এফ/এ-১৮ সুপার হর্নেট বিধ্বস্ত হয়।

নৌবাহিনীর কর্মকর্তারা জানান, দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি জঙ্গিবিমানকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল কিনা তা তদন্ত করা হচ্ছে।

নৌবাহিনী আরও জানিয়েছে, এ সময় ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু নির্দেশক সক্ষমতা বন্ধ ছিল কিনা তাও তদন্ত করা হবে। এ ধরনের ঘটনায় নৌবাহিনীর পাইলটরা অত্যন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা এবং ইউএসএস গেটিসবার্গের ক্রুদের প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন তোলেন।



আপনার মূল্যবান মতামত দিন: