শেষবারের মতো হোয়াইট হাউসে ক্রিসমাস ট্রি প্রজ্জ্বলন করলেন প্রেসিডেন্ট বাইডেন

Shojon Jahir | ৮ ডিসেম্বর ২০২৪ ২১:৩৬

ফাইল ছবি-১ ফাইল ছবি-১

আলোক প্রজ্জলন শেষে শুভেচ্ছা জানিয়ে প্রেসিডেন্ট বলেন, দেশের জন্য এখন এবং সব সময় তার প্রার্থনা হল, “আমরা স্বাধীনতা ও প্রেম, দয়া ও করুণা, মর্যাদা ও শালীনতার আলো সন্ধান করতে থাকব।”
৩০ ফুটের লাল স্প্রুস ট্রি ভার্জিনিয়ার গ্রেসন কাউন্টির মাউন্ট রজার্স ন্যাশনাল রিক্রিয়েশন এরিয়া থেকে আনা হয়েছে। ১৫ নভেম্বর এটিকে হোয়াইট হাউসে স্থানান্তরিত করা হয়েছে, যা দেখতে ছিলো আসলেই অনন্য।



আপনার মূল্যবান মতামত দিন: