
উত্তর ক্যালিফোর্নিয়ার উপকূলে শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। আমেরিকান ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, ভূমিকম্পের মাত্রা ছিল ৭। এ ঘটনার পর প্রাথমিকভাবে একটি সুনামি সতর্কতা উত্তর ক্যালিফোর্নিয়া এবং দক্ষিণ ওরেগন উভয় উপকূলে জারি করা হয়েছিল। কিন্তু পরে তা প্রত্যাহার করা হয়।
ওই অঞ্চলে প্রায় ৪.৭ মিলিয়ন লোকের বসবাস। ৫ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এরপরে বেশ কয়েকবার আফটারশকও হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ক্যালিফোর্নিয়ার হুমবোল্ট কাউন্টির ফার্নডেল শহরের কাছাকাছি। শহরটি সান ফ্রান্সিসকো থেকে প্রায় ২৬০ মাইল (৪১৮ কিলোমিটার) উত্তরে অবস্থিত।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পের পর কোনো মৃত্যু বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে অনেকেই ঘরবাড়ি ছেড়ে সরে গেছেন। ভূমিকম্পে ক্যালিফোর্নিয়ার উত্তর-পূর্বে অবস্থিত হামবোল্ট কাউন্টিতে প্রায় ১০ হাজার মানুষ বিদ্যুৎহীন ছিল।
হুমবোল্ট কাউন্টি শেরিফ অফিস সিবিএস নিউজকে বলেছেন, ভূমিকম্পের কারণে ভবন বা স্থাপনায় বড় কোনো ধরনের ধ্বংসযজ্ঞ হয়নি। তবে কিছু বাড়িতে সামান্য ক্ষয়ক্ষতির প্রতিবেদন পাওয়া গেছে।
সূত্র : বিবিসি, সিবিএস
আপনার মূল্যবান মতামত দিন: