
নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডকে নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রায় ১০০ কূটনীতিক, গোয়েন্দা ও নিরাপত্তা কর্মকর্তা। পাশাপাশি তাকে নিয়ে সিনেটে রুদ্ধদ্বার বৈঠক আয়োজনের আহ্বান জানিয়েছেন তারা। খবর এপির।
তারা জানান, ডোনাল্ড ট্রাম্পের জাতীয় গোয়েন্দা পরিচালক পদে গ্যাবার্ডের মনোনয়ন নিয়ে তারা “উদ্বিগ্ন”। তাদের মতে, তুলসীর অতীত কার্যক্রমের কারণে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, কংগ্রেস ও সমগ্র জাতীয় নিরাপত্তা ব্যবস্থার কাছে নিরপেক্ষ গোয়েন্দা ব্রিফিং প্রদান করতে পারবেন কিনা, তা নিয়ে প্রশ্ন উঠায়।
যুক্তরাষ্ট্রের বর্তমান ডেমোক্র্যাটিক নিয়ন্ত্রিত সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার এবং আসন্ন রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুনকে গত বুধবার চিঠি দেন। তারা ট্রাম্পের শীর্ষ নিয়োগগুলোর পর্যালোচনার অংশ হিসেবে এই গোপন বৈঠকের অনুরোধ জানান।
সিনেট নেতাদের কাছে দেয়া চিঠিতে স্বাক্ষরকারী উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে সাবেক উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান, সাবেক ন্যাটো উপমহাসচিব রোজ গটেমোয়েলার, সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যান্টনি লেক এবং বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা রয়েছেন।
এ বিষয়ে বৃহস্পতিবার ট্রাম্পের ট্রানজিশন টিমের একজন মুখপাত্র রুদ্ধদ্বার বৈঠকের আহ্বানকে “ভিত্তিহীন” এবং “দলীয় পক্ষপাতদুষ্ট” আক্রমণ বলে অভিহিত করেছেন।
আপনার মূল্যবান মতামত দিন: