ইউক্রেনের ৪৭০ কোটি ডলার ঋণ মওকুফ করলেন বাইডেন প্রশাসনের

মুনা নিউজ ডেস্ক | ২১ নভেম্বর ২০২৪ ২১:২৪

ফাইল ছবি ফাইল ছবি

দেশটির অর্থনৈতিক সংকট এবং রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে সহায়তা করার উদ্দেশ্যে নেওয়া এই পদক্ষেপকে ইউক্রেনের জন্য একটি বড় আর্থিক স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।

বুধবার (২০ নভেম্বর) পররাষ্ট্র বিভাগের মুখপাত্র ম্যাথিউ মিলার জানান, বিদায়ী কর্মকর্তারা ইউক্রেনকে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে আরও শক্তিশালী করতে সহায়তার সব চেষ্টা চালিয়ে যাচ্ছেন। খবর রয়টার্স।

নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের সহায়তা সীমিত করতে পারেন, এমন আশঙ্কায় প্রেসিডেন্ট বাইডেন দায়িত্ব ছাড়ার আগে যত দ্রুত সম্ভব ইউক্রেনকে সহায়তা করার নির্দেশ দিয়েছেন। বাইডেন প্রশাসনের এই পদক্ষেপ ইউক্রেনকে অর্থনৈতিক সংকট সামাল দিতে এবং যুদ্ধক্ষেত্রে রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে সহায়ক হতে পারে।

ম্যাথিউ বলেন, আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করেই ঋণ মওকুফ করছি। তবে, কংগ্রেস চাইলে এখনো এই পদক্ষেপে বাধা দিতে পারে। এর আগে গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পাস হওয়া একটি অর্থায়ন বিলে ইউক্রেনের জন্য প্রায় ৯৪০ কোটি ডলারের মওকুফযোগ্য ঋণ বরাদ্দ করা হয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সহায়তা করতে ৬ হাজার কোটি ডলার বরাদ্দ দেয়। এর মধ্যে সামরিক, অর্থনৈতিক এবং মানবিক সহায়তা অন্তর্ভুক্ত ছিল।

এদিকে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে এই ঋণ মওকুফের প্রস্তাব নিয়ে বিতর্ক চলছে। রিপাবলিকান সিনেটর র‍্যান্ড পল এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন। তবে উভয় দলের বেশিরভাগ সিনেটর ইউক্রেনকে সহায়তার পক্ষে রয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, এই ঋণ মওকুফ ইউক্রেনের অর্থনৈতিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের সামরিক প্রস্তুতিকে আরও দৃঢ় করবে। একই সঙ্গে, এটি পশ্চিমা দেশগুলোর মধ্যে ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় প্রতিশ্রুতির বার্তা পৌঁছে দেবে।

বাইডেন প্রশাসনের এই উদ্যোগ রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরোধকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: