ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন : পেন্টাগনে বড় ধরনের অস্থিরতার আভাস

মুনা নিউজ ডেস্ক | ১০ নভেম্বর ২০২৪ ২২:৪৫

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের আসন্ন প্রত্যাবর্তনে প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে বড় ধরনের অস্থিরতার আভাস পাওয়া যাচ্ছে। ধারণা করা হচ্ছে, ট্রাম্প আমেরিকান নাগরিকদের সুরক্ষায় দেশের অভ্যন্তরে সামরিক বাহিনী মোতায়েন করতে পারেন। পাশাপাশি তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পৃথক সত্তাকে ক্ষুণ্ন করে সরাসরি তাঁর অনুগত করে ফেলতে পারেন।

প্রথম মেয়াদে ক্ষমতায় থাকাকালে তাঁর নেওয়া নানা পদক্ষেপের কারণে এমনটা মনে করা হচ্ছে। তখন তিনি ক্রমাগত নানা নিয়ম ভেঙেছেন এবং পেন্টাগনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন। তাদের অনেকেই ছিলেন ট্রাম্পেরই নিয়োগ দেওয়া চাকরিজীবী।

৭ নভেম্বর বৃহস্পতিবার প্রতিরক্ষা দপ্তরের এক কর্মকর্তা বলেন, পেন্টাগনের পেশাদার কর্মকর্তা ও সামরিক বাহিনীর সদস্য রাজনীতি এড়িয়ে চলতে চান। তাদের অনেকেই এখন ট্রাম্পের প্রথম দফায় প্রেসিডেন্ট থাকাকালে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে আতঙ্কে আছেন। তারা আশঙ্কা করছেন, ট্রাম্প বিশৃঙ্খল সিদ্ধান্ত নিতে পারেন, যা তাদের চাকরি চালিয়ে যাওয়া কঠিন করে তুলবে। সময় বদলালেও ট্রাম্পের মধ্যে কোনো পরিবর্তনের আভাস দেখা যাচ্ছে না।

নির্বাচনী প্রচারণায় তাঁকে বারবার বলতে দেখা গেছে, ‘ঘরের শত্রু’দের বিরুদ্ধে তিনি সামরিক বাহিনীকে ব্যবহার করবেন। এ ছাড়া তিনি ২০২১ সালে বিশৃঙ্খলা করে আফগানিস্তান ছাড়ার জন্য দায়ী সেনা কর্মকর্তাদের বরখাস্ত করবেন।

চ্যাপেল হিলে ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনার অধ্যাপক ও সামরিক বিশেষজ্ঞ রিচার্ড কন বলেন, দ্বিতীয় দফায় ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সামরিক বাহিনী যে সবচেয়ে বড় বিপদ মোকাবিলার শঙ্কা করছে, তা হলো দ্রুত সময়ে তাদের পেশাদারিত্ব ধ্বংসকরণ, যা বাহিনীটির মানকে খাটো করবে এবং তাদের প্রতি মার্কিনিদের যে সম্মান আছে, তা ক্ষুণ্ন করবে।



আপনার মূল্যবান মতামত দিন: