শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। ৫ নভেম্বর মঙ্গলবার সকাল ৬টা থেকে নিউ হ্যাম্পশায়ারে প্রথম ভোটগ্রহণ শুরু হয়। ঘন্টার ব্যবধানে কানেকটিকাট, নিউ জার্সি, নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি-সহ বিভিন্ন স্টেটে ভোট গ্রহণ শুরু হয়।
তীব্র প্রতিযোগীতামূলক এই নির্বাচন যেনো ভোটের লড়াই নয় স্নায়ুযুদ্ধ। টান টান উত্তেজনায় ভরা এমন লড়াই আমেরিকান রাজনীতিতে কমই হয়েছে। এবারের প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদন্দ্বিতা করছেন ডেমেক্রেটিক পার্টির কমলা হ্যারিস এবং রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
এবারের নির্বাচনী প্রচারণায় ট্রাম্পকে হত্যাচেষ্টার দুটি ঘটনা, প্রেসিডেন্ট জো বাইডেনের আকস্মিক সরে দাঁড়ানো এবং কমলা হ্যারিসের দ্রুত উত্থান উল্লেখযোগ্য বিষয় ছিল। এবারের নির্বাচনে গুরুত্ব পাচ্ছে অভ্যন্তরীন অর্থনীতি, মূল্যস্ফীতি, গর্ভপাত, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, অভিবাসন। এছাড়া বৈশ্বিক ইস্যুতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, বিশেষ করে ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন।
প্রচারণার শেষ দিনগুলোতে বিভিন্ন মতামত জরিপে দুই প্রার্থীই সাতটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে প্রায় সমানে সমান অবস্থানে ছিলেন।
এবারের ভোট নিয়ে বেশ উৎকণ্ঠা ও উত্তেজনার মধ্যে সময় পার করছেন সাধারণ মানুষ। ভোটের ফল ঘিরে এত অনিশ্চয়তা এর আগে দেখেনি তারা। ভোটযুদ্ধ যে কখন স্নায়ুযুদ্ধে পরিণত হয়েছে, তা তারা নিজেরাও জানে না।
নির্বাচনে ভোটার সংখ্যা মোট ১৬কোটি ১৪ লাখ। এদের মধ্যে ৫৩% নারী। নির্বাচনে নারীরা ভোটের মাঠে বড় ফ্যাক্টর হয়ে দাড়িয়েছেন। ভোট ফেরত জরিপের মতে, পুরুষের চেয়ে ৮ থেকে ১০ শতাংশ নারী ভোটার বেশি ভোট দিয়েছেন। ইতিমধ্যে মধ্যে ৮কোটি ২০লাখের বেশিমানুষ আগাম ভোট দিয়েছেন।
মঙ্গলবার কেবল প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হচ্ছে না। এদিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সবগুলো এবং উচ্চকক্ষ সেনেটের ১০০ আসনের ৩৫টিতেও একইসঙ্গে ভোট হচ্ছে।
প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে একজন প্রার্থীকে ৫৩৮টির মধ্যে ২৭০টি ইলেকটোরাল ভোট পেতে হবে। যুক্তরাষ্ট্রে ৫০টি অঙ্গরাজ্য ও রাজধানী ওয়াশিংটন ডিসিসহ মোট ইলেকটোরাল কলেজ ৫১টি। চূড়ান্ত ভোটের যুদ্ধের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন নাকি কমলা হ্যারিসের ইতিহাস সৃষ্টি। কাকে বেছে নিবেন আমেরিকান ভোটাররা। কে হবেন হোয়াইট হাউজের বাসিন্দা। তা দেখতে ও জানতে আমেরিকান নাগরিকদের সাথে সাথে বিশ্ববাসী অপেক্ষা।
আপনার মূল্যবান মতামত দিন: