উইসকনসিনে গাঁজার তেলের পিৎজা খেয়ে মাতাল গ্রাহক

মুনা নিউজ ডেস্ক | ২৮ অক্টোবর ২০২৪ ১৯:৩০

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

উইসকনসিন অঙ্গরাজ্যের একটি দোকানের পিৎজা খেয়ে মাতাল হয়ে গিয়েছিলেন বেশ কয়েকজন গ্রাহক। মাতলামি এতটাই বেশি ছিল যে, তাদের চিকিৎসকের শরণাপন্ন হতে হয়েছিল। মূলত ভুল করে পিৎজার ডো’তে (ময়দার তাল) গাজার তেল মিশিয়ে দেওয়ার কারণে এমনটা হয়েছিল। নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ডের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েতি পিৎজা নামের একটি আউটলেটে এই ঘটনা ঘটেছে। ইয়েতির প্রধান পাচক ভুল করে পিৎজা তৈরির ময়দার তালে টিএইচসি (টেট্রাহাইড্রোক্যানাবিনল) বা গাজার নির্যাস থেকে তৈরি এক ধরনের তেল মিশিয়ে দিয়েছিলেন। এরপর তা থেকে কয়েক ডজন পিৎজাও তৈরি করা হয়েছিল।

উইসকনসিন অঙ্গরাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করেছেন, জনপ্রিয় ইয়েতি’স পিৎজায় গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে কেনা পিৎজাগুলো দুর্ঘটনাক্রমে ‘মাদকের’ কারণে দূষিত হয়েছে। কারণ, তাদের পাঁচজন গ্রাহককে পিৎজা খাওয়ার পর মাতাল হয়ে জরুরি সেবার সহায়তা নিয়েছেন।

ইয়েতি’স পিৎজা পরে এই বিষয়ে দুঃখপ্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতিতে দিয়েছে। সেখানে বলা হয়েছে, ‘যেকোনো অসুবিধা বা ক্ষতির জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী।’

উইসকনসিনের স্টোটন কাউন্টি ফায়ার সার্ভিস ও জরুরি স্বাস্থ্য সেবা বিভাগ থেকে আসা কর্মীরা প্রথমে মনে করেছিলেন, আক্রান্তরা হয়তো কার্বন মনোক্সাইডের সংস্পর্শে এসে এমন মাতলামি করেছেন। কিন্তু হাসপাতালে ভর্তি হওয়া এক রোগী স্বাস্থ্য বিভাগকে জানায়, এমন মাতলামি হয়তো পিৎজায় টেট্রাহাইড্রোক্যানাবিনল থাকার কারণে হচ্ছে। এরপর, চিকিৎসকেরা তাঁর কথামতো পরীক্ষা করে দেখতে পান, পিৎজায় টেট্রাহাইড্রোক্যানাবিনল উপস্থিত।

স্থানীয় ম্যাডিসন অ্যান্ড ডেন কাউন্টির কর্মকর্তারা জানিয়েছেন, পিৎজা রেস্তোরাঁটির এক কর্মচারী তেলের অভাব দেখা দেওয়ায় রান্নাঘরে থাকা থেকে একটি তেলের বোতল ব্যবহার করেন কোনো বিবেচনা ছাড়াই। তবে তিনি লক্ষ্যই করেননি যে, তেলের বোতলটি ঢাকনায় লেখা ছিল—তেলটিতে ‘ডেলটা-৯ ক্যানাবিস’ রয়েছে, যা গাঁজার গাছ থেকে তৈরি। স্টোটন পুলিশ একজন পুলিশ কর্মকর্তা তেলের কন্টেইনার পরীক্ষা করে দেখেন এবং তাতে টিএইচসি ধরা পড়ে।

ইয়েতি’স পিৎজার মালিক কেল রায়ান জানান, ভুলবশত ওই তেল ব্যবহার করে একটি ডো তৈরি করা হয়েছিল। তিনি আরও জানান, ২২-২৪ অক্টোবরের মধ্যে ৬০ ‘দূষিত পিৎজা’ অজান্তেই পরিবেশন করা হয়েছে।

টেট্রাহাইড্রোক্যানাবিনল সেবনের ফলে, মাথা ঘোরা, রক্তচাপ বৃদ্ধি, বমি, বমি বমি ভাব, উদ্বেগ এবং বিভ্রান্তির লক্ষণ দেখা দিতে পারে। স্থানীয় স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ‘আমরা পিৎজা টেট্রাহাইড্রোক্যানাবিনলের মাত্রা জানি না, তাই কিছু মানুষের ক্ষেত্রে এর প্রতিক্রিয়া বেশ তীব্র বা অস্বস্তিকর হতে পারে।’

স্টোটন পুলিশ প্রধান ড্যান জেনকস উইসকনসিন পাবলিক রেডিওকে জানিয়েছেন, ‘তদন্ত চলছে। তবে, এক্ষেত্রে কোনো অসততা বা অপরাধমূলক কিছু ঘটেনি বলেই আমাদের মনে হচ্ছে।’



আপনার মূল্যবান মতামত দিন: